বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ

নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করা হলেও নড়াইল-২ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা হয়নি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নড়াইল-২ আসন হোল্ড (অপেক্ষা) করে রাখা হয়েছে।

এ ঘোষণার পর রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ মন্তব্য করেন, নড়াইল-২ আসনটি ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের জন্য রাখা হতে পারে। কারণ, ২০১৮ সালের নির্বাচনে তিনি এই আসনের ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন। এছাড়া শরিকদল হিসেবে ২০১২ সাল থেকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসছে ফরিদুজ্জামান ফরহাদের দল এনপিপি।

এদিকে গতকাল (মঙ্গলবার) দুপুরে বিএনপির একাধিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে খবর এসেছে, ১২টি আসনে শরিক জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ (সবুজ সংকেত) দিয়েছে বিএনপি। এ খবরে নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নাম প্রকাশ হয়েছে।

এ ব্যাপারে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, জোটের প্রার্থী হিসেবে নড়াইল-২ আসনে আমার নাম গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে জানতে পেরেছি। তবে, আনুষ্ঠানিক ভাবে এখনো জানানো হয়নি। আগামিকাল বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে শরিকদের মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।

এর আগে গত সোমবার নিজ নির্বাচনী এলাকা নড়াইলের লোহাগড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফরিদুজ্জামান ফরহাদ বলেছন, ‘আমি নড়াইল-২ আসনে জোটের মনোনয়ন পাওয়ার হকদার, দাবিদার। কারণ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবসময়ই বিএনপির সঙ্গে ছিলাম। জুলাই আন্দোলনেও ফ্যাসিস্টরা আমার বাড়িঘর ভাঙচুর করেছে। সঙ্গতকারণে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা বিএনপির সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, তাদের মনোনয়নে ছাড় দিবেন। তাদের নিয়ে নির্বাচন করবেন, সরকার গঠন করবেন। গত রোববার প্রবাসীদের সঙ্গে আলোচনা সভায় তারেক রহমান শরিকদলের মনোনয়নের লাভের বিষয়ে এসব কথা বলেছেন।

শরিকদল হিসেবে ২০১২ সাল থেকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে আমার দল (এনপিপি) ছিল, রাজপথে এখনো আছে। সেই হিসেবে আমি মনোনয়ন পাওয়ার হকদার, দাবিদার। মনোনয়নের ক্ষেত্রে শুধু আমি নই, আমার জোটে যে ১১টি দল আছে, তাদের ক্ষেত্রে তারেক রহমান আরও কিছু সিট (আসন) দিবেন।’

ডক্টর ফরহাদ আরো বলেন, ‘এলাকার সড়ক যোগাযোগ, কৃষি ব্যবস্থা ও শিক্ষার উন্নয়ন করতে চাই। মাদক ও চাঁদাবাজিমুক্ত করতে চাই। আর জনসাধারণের জন্য আমার দরজা খোলা। সবাই মনে করেন, ফরহাদ আমাদের ভাই।’

এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মুসা মোল্যা, লোহাগড়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ইখলাস মোল্যা, যুবদল নেতা সোহেল রানা, লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ ইসলাম, ছাত্রনেতা ইয়ামিন শেখ, এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী জিয়াউর রহমান লোটাস, সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ অনেকে। 

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ