বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭


এভাবে বছরে ৫০ হাজার প্লাস্টিক খাচ্ছেন আপনি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফাস্ট ফুড জাতীয় খাবার, বাড়িতে তৈরি তেলমশলা ছাড়া খাবার কিংবা পানি- যাই খান না কেন, আপনার পেটে ঢুকছে প্লাস্টিক। বছরে গড়ে পঞ্চাশ হাজার প্লাস্টিক কণা ঢুকছে আপনার পেটে। ৎ

সম্প্রতি এনভায়রনমেন্টাল সায়েন্স এবং টেকনোলজি পত্রিকায় প্রকাশিত চাঞ্চল্যকর একটি রিপো‍র্টে এ তথ্য উঠে এসেছে।

প্লাস্টিক কণা খাওয়ার ফলে কী কী রোগ হতে পারে সে বিষয়ে এখনও নিশ্চিত নন গবেষকরা। তবে পরিণতি যে ভয়াবহ, তা নিয়ে কোনও সন্দেহ নেই গবেষকদের।

গবেষকরা বলছেন, জেনেশুনেই নিজেদের প্লাস্টিকে ঘিরে রেখেছি আমরা। আমাদের সৌজন্যেই আজ হাওয়া, মাটি, নদী-নালা এমনকি সমুদ্রের গভীরেও ছড়িয়ে পড়েছে প্লাস্টিক।  সব প্লাস্টিক যে চোখে দেখা যায় এমনটাও নয়।

চারপাশে ছড়িয়ে রয়েছে অদৃশ্য প্লাস্টিকও। যা মাইক্রোপ্লাস্টিক পার্টিকল নামে পরিচিত। প্লাস্টিকের এই অদৃশ্য পার্টিকল বা কণাই বিপদের বড় কারণ। খাবার-জলের মাধ্যমে সেই প্লাস্টিক কণা ঢুকে পড়ছে আমাদের শরীরে।

গবেষণায় উঠে এসেছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ বছরে গড়ে ৫০ হাজার প্লাস্টিকের কণা খেয়ে ফেলেন ৷ শিশুদের ক্ষেত্রে প্লাস্টিকের কণা খাওয়ার পরিমাণ বছরে গড়ে ৪০ হাজার ৷ প্রতিদিনের খাবার, পানিতে মিশে রয়েছে প্লাস্টিকের কণা ৷

জল খাওয়ার জন্য প্লাস্টিকের বোতলের ব্যবহারে বাড়াচ্ছে বিপত্তি ৷ কলের জলের চেয়ে বোতলের জলে ২২ গুণ বেশি প্লাস্টিক কণা থাকে ৷ প্রক্রিয়াজাত খাবারেও লুকিয়ে থাকে প্লাস্টিকের বিষাক্ত কণা। বলছেন গবেষকরা।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ