বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

‘বঙ্গবন্ধুর স্বপ্ন ফেরত আনার কেউ নেই ড. কামাল ছাড়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমি যে বাংলাদেশ চাচ্ছি, আমার মনে হয় আর কারও সেই ভিশন বা স্কোপ যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ফেরত আনার মতো ড. কামাল ছাড়া আর কেউ নেই বলে মন্তব্য করেন সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।

আজ রোববার (১৮ নভেম্বর) দুপুরে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে আনুষ্ঠানিকভাবে গণফোরামে যোগ দেন তিনি। এ সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ড. কামালের হাতে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীও উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, যে আদর্শের জন্যে আমার বাবা লড়াই করেছেন সে আদর্শ থেকে তারা (আওয়ামী লীগ) অনেক দূরে চলে গেছে। বাবা সরকারি কর্মচারী ছিলেন, বাংলাদেশকে সার্ভ করেছেন। বঙ্গবন্ধুর আন্ডারে ফরেন মিনিস্ট্রি তৈরি করেছিলেন।

তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ফরেন সেক্রেটারি ছিলেন। সার্কের যে অরিজিন্যাল পজিশন পেপার সেটা তিনিই তৈরি করেছিলেন। তিনি দেশকে সার্ভ করেছেন।

শাহ এমএস কিবরিয়ার কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের জন্য কিছু আনুগত্য থাকতে পারে। কিন্তু তার প্রথম লক্ষ্য হলো দেশের অগ্রগতি উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, এটা থেকে আমি সরিনি, আমার বাবার আদর্শ থেকে সরতে চাই না। এ রূপে বাংলাদেশ আমি দেখতে চাই না, আমি চাচ্ছি একটা নতুন বাংলাদেশ।

আমি যে বাংলাদেশ চাচ্ছি, আমার মনে হয় আর কারও সেই ভিশন, সেই স্কোপ যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল; দেশটার ওই স্বপ্ন ফেরত আনার মতো আর কেউ নাই ড. কামাল ছাড়া।

তিনি বলেন, আপনারা জানেন আব্বা মারা গেছেন ২৭ জানুয়ারি ২০০৫। এরপর দুই বছর বিএনপি ক্ষমতায় ছিল। ঠিক আছে তারা কাজটা করতে পারেনি। দুই বছর তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারাও করতে পারেনি। সাড়ে ৯ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায়।

তারা একটা সুষ্ঠু তদন্ত করার মতো উদ্যোগ নেয়নি। এ তিনটা সরকার শুনলেন, এখন কার ওপরে আমার বেশি অসন্তষ্ট হওয়া উচিত বলে মনে করেন? দুই বছর না সাড়ে ৯ বছর কিছু করেনি; কার ওপরে আমার অসন্তোষ হওয়া উচিত? তিনি আরো আবেগঘণ বক্তব্য দেন সে সময়।

নির্বাচনে পেশাদারিত্ব বজায় রাখবে সেনাবাহিনী: সেনাপ্রধান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ