বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

পরিবেশ সৃষ্টি না হলে ভোটে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার হুমকি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুষ্ঠু ও সুন্দর পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি আগামী নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে সোমবার। ফরম সংগ্রহ করেন ফখরুল নিজেও। আর এ সময় তিনি উপরোক্ত কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনের কোন পরিবেশ বা পরিস্থিতি নেই। নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব।’

২৩ ডিসেম্বর ভোটের তারিখ ধরে গত বৃহস্পতিবার তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তার তিন দিন পর রবিবার বিএনপির দুই জোট জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দল ভোটে আসার ঘোষণা দেয়।

আন্দোলনের অংশ হিসেবেই ভোটে আসার কথা জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন। বলেছেন, আন্দোলন এবং নির্বাচন একসঙ্গেই চলবে।

আবার বিএনপির কর্মী ও একনিষ্ঠ সমর্থকদের একটি অংশ এই সিদ্ধান্তে খুশি হতে পারেনি। সেটি সামাজিক মাধ্যমে তাদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট।

বিএনপি ভোটে আসার ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন পেছানোর দাবিও জানায়। আর নির্বাচন কমিশন এরই মধ্যে মনোনয়ন ফরম জমা দেয়া আর ভোট এক সপ্তাহ পিছিয়েছে।

সোমবার কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ফরম তোলার মধ্য দিয়ে শুরু হয় বিএনপির দুই দিনের ফরম বিক্রির কার্যক্রম। এরপর ঠাকুরগাঁও-১ আসনের জন্য ফরম নেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ আমাদের আন্দোলনের অংশ। এর মাধ্যমে আমরা খালেদা জিয়াকে মুক্ত করব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।’

নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ ইসির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ