বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ।। ১৮ বৈশাখ ১৪৩১ ।। ২৩ শাওয়াল ১৪৪৫


বহির্বিশ্বের সাথে গাজার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইল গাজা উপত্যকায় জ্বলানি তেল ও গ্যাস সংযোগ আগামী রবিবার পর্যন্ত বিচ্ছিন্ন করে দিয়েছে। সম্প্রতি হামাস ইসরাইলে যে হামলা চালিয়েছে তার প্রতিশোধ নিতেই এ ধরণের কাজ করেছে বলে জানিয়েছে ইসরাইল কতৃপক্ষ। মঙ্গলবার ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে বিশ্বের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা রাফা সীমান্ত বন্ধ করে দিয়েছে মিসর। এরফলে এখন থেকে ফিলিস্তিনের গাজার অধিবাসীরা সমগ্র পৃথিবী থেকে কার্যত বিচ্ছিন্ন। খবর ডেইলি সাবাহর।

রাফা সীমান্ত গেট কতৃপক্ষ জানিয়েছে, মিশর রাফা সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।

ইসরাইলের সাথে গাজা সীমান্ত ক্রসিংয়ের নাম করিম শালোম। এই ক্রসিং ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। এই ক্রসিংটি দিয়ে জ্বালানি তেল ও গ্যাস আনা নেয়া করা যাবেনা। কিন্তু জরুরী প্রয়োজনে খ্যাদ্য ও ওষুধ সামগ্রীর জন্য সাময়িক খোলা হবে বলে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার নিশ্চিত করেছে।

এর ফলে গাজায় বসবাসকারী ২ মিলিয়ন ফিলিস্তিনি অধিবাসী মানবিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে।

আরও পড়ুন: ফিলিস্তিনিদের ঘুড়ির কাছে ইসরাইলের হার স্বীকার


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ