রবিবার, ১৩ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জমিয়ত আজ যা বলে কালও তাই বলে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিএনপিও আ.লীগের মতো হত্যার রাজত্ব কায়েম করেছে: নুর বিএনপিকে ‘চাঁদাবাজি ও খুনাখুনির’ রাজনীতি বন্ধ করতে বলল হেফাজত পাথর মেরে হত্যার নিন্দা ও পিআর পদ্ধতির নির্বাচন প্রত্যাখ্যান জমিয়তের ইয়ামিনকে গুলি করা সেই পুলিশ সদস্য গ্রেপ্তার ‘চাঁদাবাজিতে আতঙ্কগ্রস্ত জাতি, আইনের শাসন প্রতিষ্ঠায় আমূল সংস্কার প্রয়োজন’ মিডফোর্ড হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে: শায়খে চরমোনাই গাজায় ইসরায়েলি ব্যর্থতা ও প্রতিরোধ আন্দোলনের কৌশলগত উত্থান জুলাই যোদ্ধাদের ‘জাতীয় বীর’ উপাধি দিতে হবে: মাওলানা রফিকুল ইসলাম খান ‘নতুন বাংলাদেশে চাঁদাবাজ ও খুনিদের ঠাঁই হবে না’

মহেশপুরে পথচারীদের মাঝে শীতল পানি-শরবত বিতরণ করল ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মাসুম পারভেজ শাকিল
মহেশপুর প্রতিনিধি

তীব্র তাপদাহে সৃষ্ট সংকটে দেশব্যাপী শীতল পানি ও শরবত বিতরণ কর্মসূচী পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।

বিভিন্ন জেলা, থানা, ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ ভ্যান নিয়ে পথচারী, দিনমজুর, রিকশা চালকসহ তৃষ্ণার্ত মানুষের মাঝে ঠান্ডা পানি বিতরণ করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। এছাড়াও খাবার স্যালাইন, পকেট রুমাল বিতরণ করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (০১ মে) সকালে মহেশপুর পুরাতন পৌরসভা, কলেজ বাসস্ট্যান্ড, পোস্ট অফিসমোড়, পাতিবিলা,চড়কতলা, পাঁচ মাথা হয়ে আবার জলিলপুর বাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে বিশুদ্ধ শীতল পানি, শরবত বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপজেলা শাখার সভাপতি মাও. আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মাওলানা হুমায়ূন কবীর, সেক্রেটারী হাফেজ আলী হোসেন, এ্যসিস্ট্যন্ট সেক্রেটারি মুফতি ইব্রাহিম খলিল, অর্থ সম্পাদক হায়দার আলী, দফতর সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন, মোমিনুর রহমান, মাও. আবদুস সালাম, মাওঃ হারুন অর রশিদ, মাও. ওমর ফারুক, আব্দুল করীম,বারিক শেখ, মুরাদ শেখ, হামযাহসহ আরো অনেকে।

উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা হুমায়ূন কবীর আওয়ার ইসলামকে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ রেজাউল করিম তীব্র তাপদাহে সাধারণ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানির শরবত ও স্যালাইন বিতরণের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা মহেশপুর উপজেলা শাখার পক্ষ থেকে বিশুদ্ধ পানির শরবত বিতরণ করছি।

উপজেলা শাখার এ্যসিস্ট্যন্ট সেক্রেটারি মুফতি ইবরাহীম খলিল বলেন, তীব্র তাপদাহে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমাদের এ মানবিক কর্মসূচি উপজেলাজুড়ে অব্যাহত থাকবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ