শুক্রবার, ১৭ মে ২০২৪ ।। ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ৯ জিলকদ ১৪৪৫


৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

এবার জাতীয় সেমিনারের ডাক দিয়েছে দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক দ্বীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

৫ই মে ২০২৪, রবিবার সকাল ১০টায় রাজধানী ঢাকার কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সেমিনার অনুষ্ঠিত হবে।

সংগঠনটির প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারী আওয়ার ইসলামকে তথ্যটি নিশ্চিত করেছেন।

আওয়ার ইসলামকে তিনি বলেন, ‘বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যত’ শীর্ষক এই সেমিনারের আয়োজন। সেমিনারে সভাপতিত্ব করবেন আমীরে হেফাজত আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

তিনি জানান, মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমাদ কাসেমী, সহকারী মহাপরিচালক মুফতি জসিমুদ্দীন, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সালাহুদ্দীন নানুপুরী পীর সহেব নানুপুরসহ হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ-দেশবরেণ্য আলেমগণ বক্তব্য রাখবেন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ