বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ।। ১৮ বৈশাখ ১৪৩১ ।। ২৩ শাওয়াল ১৪৪৫


হজ নিবন্ধন শুরু, প্রথম ফ্লাইট ১৪ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  এ বছর হজের ফ্লাইট শুরু হবে চলতি বছরের ১৪ জুলাই। এ উপলক্ষে হজের নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়। এ বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সম্মেলন কক্ষে এক সংবাদিক সম্মেলনের আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সাংবাদিক সম্মেলনে ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, হজে প্রতারণা ঠেকাতে সব ধরণের ব্যবস্থা নেবে সরকার। এমনকি হাজীদের যাতে কোনো রকম বিড়ম্বনা পোহাতে না হয় সেজন্য শুরু থেকে ধর্ম মন্ত্রণালয় কাজ করবে।

এসময় ধর্মমন্ত্রী বলেন, কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী তথাকথিত কাফেলা, গ্রুপ লিডারের সাথে হজের লেনদেন করে প্রতারিত হলে সরকার এর দায় নেবে না। এবার বিভিন্ন রকমের জটিলতা নিরসনে হজ যাত্রীদের প্রশিক্ষণ নিশ্চিত করা হবে।

মন্ত্রী নিবন্ধন করাপ্রথম ব্যক্তি শাহ জওয়াহের জাহান কবীরকে তার নিবন্ধের কাগজ আনুষ্ঠানিকভাবে তুলে দেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ