শনিবার, ০৯ আগস্ট ২০২৫ ।। ২৫ শ্রাবণ ১৪৩২ ।। ১৫ সফর ১৪৪৭

শিরোনাম :
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামির দোষ স্বীকার নির্বাচনের সময় ঘনিয়ে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি জমিয়তের দ্বিতীয় ধাপের প্রার্থী ঘোষণা বিকেলে, চলছে মতবিনিময় ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন হজযাত্রীরা  উত্তরায় খেলাফত মজলিসের ফ্রি মেডিকেল ক্যাম্প ও মেডিসিন বিতরণ ইসরায়েলের প্রধান বিমানবন্দরসহ তিন স্থাপনায় হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা ‘চাঁদাবাজদের দৌরাত্ম্যে মানুষের জীবন অতিষ্ঠ’ বাইতুস সালাম মসজিদ মাদরাসা কমপ্লেক্স -এ মুয়াজ্জিন নিয়োগ গাজায় একদিনে নিহত ৭২ ফিলিস্তিনি, আহত আরও ৩১৪ সাবেক সচিবের কঠোর সমালোচনা: অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ

মাওলানা জালালুদ্দিন রুমির জ্ঞানগর্ভ ১০ উক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মাওলানা জালাল উদ্দিন মুহাম্মদ রুমি। কেউ কেউ জানেন জালাল উদ্দিন মুহাম্মদ বালখী, মাওলানা রুমি, মৌলভি রুমি নামেও। তবে শুধুমাত্র রুমি নামে বেশি জনপ্রিয় তিনি। মাওলানা রুমি ছিলেন ১৩ শতকের একজন ফার্সি, সুন্নি, মুসলিম কবি, আইনজ্ঞ, ইসলামি ব্যক্তিত্ব, ধর্মতাত্ত্বিক, অতীন্দ্রিয়বাদী, সুফি।

এখানে তার ১০টি জনপ্রিয় উক্তি তুলে ধরা হলো। এগুলো হতে পারে আপনার জীবনের অনেক বড় শিক্ষা।

১. তুমি সাগরে এক বিন্দু পানি নও। তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর।
শিক্ষাটা হলো- নিজের মূল্য বুঝতে হবে।

২. আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে। এটা যখন দুটো বিপরীতমুখী বাসনার উপলব্ধি প্রকাশ করে তখন তা শক্তিশালী হতে থাকে।
শিক্ষাটা হলো- নিজের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিতে থাকুন।

৩. গতকাল আমি চতুর ছিলাম। তাই, আমি পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী। তাই, নিজেকে বদলে ফেলতে চাই।
শিক্ষাটা হলো- পরিবর্তনটা আপনি আনুন।

৪. শোক করো না। তুমি যাই হারাও না কেন তা অন্য কোনো রূপে ফিরে আসবে।
শিক্ষাটা হলো- ইতিবাচক থাকুন।

৫. প্রত্যেককে বানানো হয়েছে নির্দিষ্ট কাজের জন্য এবং প্রত্যেক হৃদয়ে সেই কাজটি করার আকাঙ্ক্ষাও দিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষাটা হলো- নিজের আবেগ নিয়ে বেঁচে থাকুন।

৬. কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে।
শিক্ষাটা হলো- মনোযোগী থাকুন।

৭. আমাদের চারদিকে সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। সাধারণত একে বুঝতে একটি বাগানে হাঁটার প্রয়োজন অনুভব করি আমরা।
শিক্ষাটা হলো- নিজের পথ নিজেই সৃষ্টি করুন।

৮. যখন নিজের মূল্য নির্ধারণের দিনটি আসবে তখন আপনার পরিচয় ফুটিয়ে তোলাটাই বিজ্ঞানের নির্যাস।
শিক্ষাটা হলো- আপনি যেমন তেমনই থাকুন।

৯. শোক প্রকাশ হতে পারে সমবেদনার বাগান। যদি সবকিছুতে নিজের হৃদয়টাকে উদার রাখতে পারেন, বেদনা আপনার শ্রেষ্ঠ বন্ধু হতে পারে।
শিক্ষাটা হলো- ভালোবাসা ও জ্ঞানের জন্য নিজের যাত্রাটাকে নিরবচ্ছিন্ন রাখুন।

১০. আমার প্রথম প্রেমের গল্প শোনামাত্র তোমাকে খুঁজতে থাকি! কিন্তু জানি না ওটা কতটা অন্ধ ছিল। প্রেম আসলে কোথাও মিলিত হয় না। সারাজীবন এটা সবকিছুতে বিরাজ করে। শিক্ষাটা হলো- সবকিছুতে ভালোবাসা খুঁজতে থাকুন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ