বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই  ইবনে শাইখুল হাদিস এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি পবিত্র আশুরা উপলক্ষে বেতুয়া হুজুরের বাড়িতে ইসলাহি মাহফিল

২৪ মার্চ সিলেটে জমিয়তে উলামার মহাসমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বাদ জুহর জমিয়তে উলামা বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসে আমেলার এক জরুরি অধিবেশন দলের অস্থায়ী প্রধান দফতর দারুল উলুম কানাইঘাট মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জমিয়তে উলামার কেন্দ্রীয় আমির আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরীর সভাপতিত্বে দলের মহাসচিব আল্লামা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে আমেলায় বক্তব্য রাখেন।

দলের সহ সভাপতি আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, মাওলানা আবদুল হক গোবিন্দপুরী, মাওলানা শব্বীর আহমদ, মাওলানা নুরুল হক, সহকারী মহাসচিব মাওলানা আবদুল জব্বার, মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কারী হারুনুর রশীদ চতুলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ বাহার, জমিয়তে আনসার বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমীন আসাদী, কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুস সালাম, জমিয়তে আনসার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা বদরুল আলম, কেন্দ্রীয় নেতা মাওলানা খালিদ সাইফুল্লাহ, মাওলানা এনামুল হাসান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা খালিদ আহমদ, মাওলানা মাহবুুবুল আম্বিয়া, মাওলানা আব্দুল লতীফ, মাওলানা নজীর আহমদ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা ছয়ফুল আলম, মাওলানা শিহাবুদ্দীন, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা ইসলাম উদ্দীন, মাওলানা সিদ্দীক আহমদ, মাওলানা বিলাল আহমদ, মাওলানা ইলিয়াছ আহমদ, মাওলানা তৈয়্যিব আহমদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সাইদুর রহমান, মাওলানা গিয়াস উদ্দিন দুর্লভপুরী, জমিয়তে তালাবা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ইয়াহইয়া শহিদ এবং জমিয়তে তালাবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা আসাদ আহমদ প্রমুখ।

অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। এগুলো হলো-

১। ২৪ মার্চ সিলেট রেজিস্টারি মাঠে জমিয়তে উলামার আহবানে মহাসমাবেশ।

২। মহাসমাবেশ সফলের লক্ষ্যে ২৪ সদস্য বিশিষ্ট বাস্তাবায়ন কমিটি গঠন।

৩। জমিয়তে উলামা বাংলাদেশ (আন্তর্জাতিক প্রবাসী সমন্বয় কমিটির) অনুমোদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এবং উক্ত কমিটির কেন্দ্রীয় সমন্বয়কারী হিসাবে দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী এবং সহকারী সমন্বয়কারী হিসাবে মাওলানা শফিকুর রহমান খতীব আলরাজহী কে মনোনীত করা হয়।

৪। জমিয়তে উলামা বাংলাদেশকে অর্থ নৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার
লক্ষে ৩১৩ সদস্য বিশিষ্ট জমিয়তে উলামা (আসহাবে বদর ফান্ড) করার সর্বসম্মতি
ক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

৫। মহাসমাবেশ বাস্তবায়নের জন্য ১০০০০০/- ( এক লক্ষ টাকার সাম্ভাব্য বাজেট) প্রস্তাব
করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ