শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই : প্রেস সচিব আগামীকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-শিশুকন্যার মৃত্যু গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আরও বাড়তে পারে শীত ঢাকা-৮ আসনে লড়তে চান শহীদ ওসমান হাদির বোন মাসুমা উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের দেশ ও জাতির স্বার্থে সবধরণের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিলো ভারত তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল

 চার বছর পর কাবুলে পুনরায় দূতাবাস চালু করলো ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চার বছর পর আফগানিস্তানের রাজধানী কাবুলে পুনরায় দূতাবাস চালু করলো ভারত। মঙ্গলবার (২১ অক্টোবর) দূতাবাসটি পুনরায় খোলা হয়, যা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি আফগান তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি নয়াদিল্লি সফর করেন। সেই সফরের পর কূটনৈতিক সম্পর্কের অগ্রগতি ঘটে। এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ঘোষণা দেন যে, ভারত কাবুলে পুনরায় দূতাবাস চালু করবে।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর ভারত তাদের কাবুল দূতাবাস বন্ধ করে দেয়। তবে এক বছর পর সীমিত আকারে একটি টেকনিক্যাল মিশনের মাধ্যমে কার্যক্রম চালু রাখা হয়, মূলত বাণিজ্য, চিকিৎসা এবং মানবিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়,
“আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের সময় ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাস হিসেবে পুনর্বহাল করা হয়েছে। এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার ভারতের প্রতিশ্রুতি প্রতিফলিত করে।”

বর্তমানে পাকিস্তান, চীন, রাশিয়া, ইরান ও তুরস্কসহ প্রায় এক ডজন দেশের দূতাবাস কাবুলে সক্রিয় রয়েছে। তবে রাশিয়াই একমাত্র দেশ, যারা আনুষ্ঠানিকভাবে তালেবান শাসনকে স্বীকৃতি দিয়েছে।

বিশ্লেষকদের মতে, মুত্তাকির ভারত সফর তালেবান প্রশাসনের জন্য আঞ্চলিক সহযোগিতা ও শেষ পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার প্রয়াসের অংশ। তবে নারীদের ওপর বিধিনিষেধসহ মানবাধিকার লঙ্ঘনের কারণে পশ্চিমা দেশগুলো এখনও তালেবানকে স্বীকৃতি দিতে প্রস্তুত নয়।

ভারত-আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্ক দীর্ঘদিনের, তবে নয়াদিল্লি এখনো তালেবান শাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

সূত্র: জিও নিউজ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ