
|
সকালে যে আমল করলে বরকতময় হয় সারাদিন
প্রকাশ:
১৭ জানুয়ারী, ২০২৬, ১০:৪৬ দুপুর
নিউজ ডেস্ক |
|
মানুষের সৃষ্টি আল্লাহর ইবাদতের জন্য। দিনের শুরুতে আল্লাহর স্মরণ জীবনকে প্রশান্ত ও বরকতময় করে তোলে। নবী করিম (সা.) বিভিন্ন হাদিসে সকালবেলার বিশেষ কিছু আমলের কথা বলেছেন, যা পালন করলে সারাদিন কল্যাণ ও বরকতে ভরা থাকে। সকালের গুরুত্বপূর্ণ আমলসমূহ সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহি পড়া সুরা ইখলাস, ফালাক ও নাস তিলাওয়াত আউজু বিকালিমা-তিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করা ফজরের পর বিশেষ দোয়া পাঠ উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা ‘ইলমান নাফি‘আন ওয়া রিযকান ত্বায়্যিবান ওয়া ‘আমালান মুতাক্বাব্বালান। কুফর, দারিদ্র্য ও কবরের আজাব থেকে আশ্রয় চাওয়া হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা হুয়া পাঠ সকালবেলা আল্লাহর জিকির, দোয়া ও ইবাদতের মাধ্যমে দিন শুরু করলে দিনটি বরকতময় হয়। হাদিস অনুযায়ী, নিয়মিত এসব আমল করলে আল্লাহর রহমত ও কল্যাণ লাভ করা সম্ভব। |