বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭


ইউকে জমিয়তের গঠনমূলক আলোচনা সভা, তিনজনের দলে যোগদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে, নিউহ্যাম শাখার উদ্যোগে মঙ্গলবার (২১ অক্টোবর) মাদ্রাসাতুর রাওদ্বা শেইড সেন্টার মিলনায়তনে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণমূলক আলোচনা সভা ও পরামর্শ মিটিং অনুষ্ঠিত হয়। ইউকে জমিয়ত নিউহ্যাম শাখার সভাপতি হাফিজ জিয়া উদ্দীনের সভাপতিত্বে ও নিউহ্যাম শাখার সেক্রেটারি মাওলানা আবদুল গাফ্ফারের সুন্দর পরিচালনায় অনুষ্ঠিত এ তাৎপর্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ ইউকে জমিয়তের কার্যক্রমকে গতিশীল করার জন্য খোলামনে অতীব জরুরি প্রস্তাবাবলি পেশ করেন।

ইউকে, ইউরোপ ও পশ্চিমা বিশ্বের সরেজমিন বাস্তবতাকে গভীর অনুভূতির সাথে উপলব্ধি করে কর্মসূচি প্রণয়নের প্রতি সমধিক গুরুত্বারোপ করেন উপস্থিত সকল বিজ্ঞজন।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউকে জমিয়তের সভাপতি ডক্টর মাওলানা শুয়াইব আহমদ,  প্রধান বক্তা হিসেবে তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী ও  ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের জয়েন্ট সেক্রেটারি হাফিজ মাওলানা মুহাম্মদ ইলিয়াস, ট্রেজারার হাফিজ রশিদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুদ্দীন খান, তাফসীরুল কোরআন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মোস্তাক আহমদ, লন্ডন মহানগর জমিয়তের সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, উপদেষ্টা আলহাজ্ব খালিছ মিয়া, লন্ডন মহানগর জমিয়তের-প্রচার সম্পাদক মাওলানা  আব্দুল হাই আল-হাদী, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে নিউহাম শাখার সহ সভাপতি হুছাইন আহমদ এবং মাওলানা বদরুল ইসলাম প্রমুখ।

সভায় কমিউনিটির তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও সমাজসেবী মাওলানা জুনায়েদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ চৌধুরী ও প্রকৌশলী মিজানুল ইসলাম জমিয়তের কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দায়িত্বশীল কর্মী হিসেবে আনুষ্ঠানিকভাবে ইউকে জমিয়তে যোগদান করেন। এসময় ইউকে জমিয়ত নেতৃবৃন্দ কর্মবীর তিনজন আলেম ও কমিউনিটি ব্যক্তিত্বকে শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারক ম্যাগাজিন হাতে তুলে দিয়ে বরণ করে নেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ