বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

উভয় জাহানে মুক্তি ও উন্নতির পূর্ব শর্ত ওহীর জ্ঞান: মিজানুর রহমান সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ তারেক জামিল
সোহরাওয়ার্দী উদ্যান থেকে

মানবজাতির জন্য উভয় জাহানে মুক্তি ও উন্নতির পূর্ব শর্ত ওহীর জ্ঞান। ওহীর জ্ঞান না থাকলে কোনোভাবেই দুনিয়া ও আখিরাতে প্রকৃত মুক্তি ও উন্নতি সম্ভব নয়।

জাগতিক জ্ঞানের পাশাপাশি প্রত্যেকটা মানুষের জন্য ওহীর জ্ঞান অর্জন করা জরুরী। ওহী জ্ঞান না থাকলে মানুষ আর মানুষ থাকে না, মানুষের চেহারায় পশুতে পরিণত হয়।

 

দাওয়াতুন্নবী সা. উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দুদিন ব্যাপী মাহফিলের প্রথম দিনে আজ (মঙ্গলবার) বিশেষ অতিথির বক্তব্যে শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ এসব কথা বলেন।

তিনি বলেন ‘ইলমে ওহীর শিক্ষা না পাওয়ায় শাহরিয়ার কবির আর কবির চৌধুরীরা মুরগি চোরে পরিণত হয়েছে। তাই প্রতিটি শিশুকে শৈশবেই বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে।

মুফতি মিজান বলেন, জেরুজালেম ইস্যুতে জাতিসংঘ ও ওআইসি কর্তৃক আমেরিকার বিরুদ্ধে শুধু নিন্দা প্রস্তাব যথেষ্ট নয়। প্রয়োজন মুসলিম জাতিসংঘ গঠন করে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।

জারজ রাষ্ট্র ইসরাইলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। এর জন্য মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হতে হবে।

জানা গেছে, মাহফিলের প্রথম দিনে আজ প্রধান অতিথির আলোচনা রাখবেন মুফতি সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই ।

সোহরাওয়ার্দী উদ্যানে আজ থেকে শুরু দাওয়াতুন্নবী সা. মাহফিল

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ