রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেফতার ‘জুলাই অভ্যুত্থানের সুযোগ কাজে না লাগালে আগামী প্রজন্ম ধিক্কার দেবে’ ফজলুর বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রশিবিরের, সাংগঠনিক শাস্তি দাবি ফজলুর বক্তব্য প্রত্যাহার ও বহিষ্কার চেয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি কেন জাহাজে হজে নেওয়া গেল না, জানালেন ধর্ম উপদেষ্টা ৬ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুফতি সালমান মানসুরপুরী ১২ রবিউল আউয়াল ৬ সেপ্টেম্বর ঢাবিতে ফজলুরকে অবাঞ্ছিত ঘোষণা করল শিক্ষার্থীরা ‘স্বৈরতন্ত্রের সুপ্ত বীজ যাদের মধ্যে আছে তারাই সংবাদ প্রকাশে বাধা দেয়’  খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

মাওলানা আবদুল বাছিত বরকতপুরীর ইন্তেকাল, শোকস্তব্ধ সিলেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট বিভাগের কওমি মরদাসা শিক্ষাবোর্ড আজাদ দীনি এদারায়ে তালিম বাংলাদেশের দীর্ঘ দিনের মহাসচিব ও দরগাহ মাদরাসার মুহাদ্দিস, শা্ইখুল হাদিস মাওলানা আবদুল বাছিত বরকতপুরী ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শনিবার সন্ধ্যায় সিলেটে উপশহরে নিজের বাসায় স্টোক করলে মাওলানা আবদুল বাছিত বরকতপুরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন বলে আওয়ার ইসলামকে জানান আজাদ দীনি এদারার রচনা ও প্রকাশনা সম্পাদক এনামুল হক।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আনুমানিক ৭২ বছর। তিনি সাত ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন।

মাওলানা আবদুল বাছিত বরকতপুরী বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দীন ছিলেন। ইসলাম ও দীনি শিক্ষায় রেখেছেন অসামান্য অবদান। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সিলেট মহানগরীর সভাপতি ছিলেন। জামিয়া গহরপুর অধ্যাপনায় নিয়োজিত ছিলেন বেশ কিছুদিন।

তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে সিলেটের সাধারণ মানুষ ধর্মপ্রাণ ও আলেম সমাজ।

এদিকে এক বার্তায় আজাদ দীনি এদারার সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন গভীর শোক প্রকাশ করেছেন মরহুমের প্রতি। একই সঙ্গে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।

মরহুমের নামাজে জানাজা রোববার দুপুর ২ টা ৩০ মিনিটে সিলেট আলিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ