মুফতি যুবাইর মাহমুদ রাহমানি
প্রশ্ন: আমার শ্বশুর এর সৎ মা তথা আমার সৎ দাদি শাশুড়ীর সঙ্গে কি আমি দেখা করতে পারব? তিনি কি আমার মাহরাম?
উত্তর : আপনার শ্বশুর এর সৎ মা অর্থাৎ আপনার সৎ দাদি শাশুড়ী আপনার মাহরাম নন। কেননা, তিনি স্ত্রীর বংশগত বা দুধসম্পর্কীয় মায়েদের অন্তর্ভুক্ত নন। কুরআনে কারিমে আল্লাহ তায়ালা বলেছেন : وَأُمَّهَاتُ نِسَائِكُمْ
অর্থাৎ তোমাদের স্ত্রীদের (বংশগত বা দুধসম্পর্কীয়) মায়েরা তোমাদের জন্য হারাম"। (সুরা নিসা: ২৩)
সুতরাং আপনার স্ত্রীর সৎ মা এবং সৎ দাদি বংশগত এবং দুধসম্পর্কীয় দিক থেকে আপনার স্ত্রীর মায়েদের অন্তর্ভুক্ত না হওয়ায় তারা আপনার মাহরামের অন্তর্ভুক্ত নন। অতএব, তাদের সঙ্গে আপনার পর্দা করা জরুরি।
সূত্র: উমদাতুল কারী: ২০/১০৭
এমএইচ/