রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেফতার ‘জুলাই অভ্যুত্থানের সুযোগ কাজে না লাগালে আগামী প্রজন্ম ধিক্কার দেবে’ ফজলুর বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রশিবিরের, সাংগঠনিক শাস্তি দাবি ফজলুর বক্তব্য প্রত্যাহার ও বহিষ্কার চেয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি কেন জাহাজে হজে নেওয়া গেল না, জানালেন ধর্ম উপদেষ্টা ৬ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুফতি সালমান মানসুরপুরী ১২ রবিউল আউয়াল ৬ সেপ্টেম্বর ঢাবিতে ফজলুরকে অবাঞ্ছিত ঘোষণা করল শিক্ষার্থীরা ‘স্বৈরতন্ত্রের সুপ্ত বীজ যাদের মধ্যে আছে তারাই সংবাদ প্রকাশে বাধা দেয়’  খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

ঢাবিতে ফজলুরকে অবাঞ্ছিত ঘোষণা করল শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার।

রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মাহিন সরকার।

সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার বলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান জুলাই গণঅভ্যুত্থানের শক্তিসমূহকে নিয়ে একটি চূড়ান্ত রকমের ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সারা বাংলাদেশে যারা এই গণঅভ্যুত্থানে রাজপথে ছিল এবং নেতৃত্ব দিয়েছে সেই ছাত্র-জনতা কষ্ট পেয়েছে। বিএনপি ও তার অনুগত ছাত্র সংগঠনকে এই বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। ২৪-এর গণঅভ্যুত্থান আমাদের এই প্রজন্মের অহংকার, নিজেদের রক্ত দিয়ে কেনা একটি বিপ্লব, এই ইতিহাস যদি কেউ মুছে দিতে চায় তাহলে তাকে শক্তভাবে মোকাবেলা করা হবে।

মাহিন সরকার আরো বলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শুধু এবারই নয় বরং আরো অনেকবার ২৪-এর গনঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে কিন্তু বিএনপি থেকে কোন ব্যবস্থা নেওয়া হয় নাই। এই কুরুচিপূর্ণ মন্তব্য নিয়ে বিএনপি এবং ছাত্রদলের পক্ষ থেকে অফিশিয়াল কোন বক্তব্য আমরা দেখতে পাই নাই। ১৯২১ সাল থেকে আজ পর্যন্ত যতগুলো আজাদীর আন্দোলন এই ভূখণ্ডে হয়েছে, প্রতিটা আন্দোলনের সম্মুখে সমরে থেকেছে এবং ২৪-এর গনঅভ্যুত্থানে অধিকাংশ নেতৃত্ব উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমরা মনে করছি ৭১ এবং ২৪ কে মুখোমুখি দাঁড় করিয়ে ফজলুর রহমান যে মিথ্যাচার করেছে, এর মাধ্যমে বাংলাদেশের মানুষের যুগে যুগে করা আজাদীর সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সমন্বিত শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে ২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্যকারী ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করছি। যদি বিএনপির অনুগত ছাত্র সংগঠন তাদের অবস্থান ক্লিয়ার না করবে, আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদেরকেও আমরা সন্দেহ প্রকাশ করব। আমরা বলতে চাই, শুধুমাত্র ডাকসু নির্বাচন নয় বরং সমন্বিত শিক্ষার্থী সংসদের মাধ্যমে জাতীয় রাজনৈতিক ইতিহাসও সঠিকভাবে সংরক্ষিত করা হবে।

সংবাদ সম্মেলনে সমন্বিত শিক্ষার্থী সংসদের ভিপি এজিএসসহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ