বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

বাসাবোতে শুরু হলো ৩ দিনব্যাপী জাতীয় তাফসীরুল কুরআন মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ঢাকার ঐতিহাসিক বাসাবো মাঠে আজ থেকে জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী ১১তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল।  ৬, ৭ ও ৮ ডিসেম্বর থেকে প্রত্যহ বিকাল ৩টা থেকে শুরু হবে এ মাহফিল।
বিগত কয়েকবছর থেকেই সংগঠনটি এই মাঠে মাহফিলের আয়োজন করে যাচ্ছে। ইতোমধ্যে মাহফিলটি সর্বসাধারণের প্রাণের মাহফিল হয়ে উঠেছে।
এ মাহফিলকে কেন্দ্র করে অত্র এলাকার আলেমসমাজ, মসজিদের ইমাম-খতীব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ মাহফিলকে সফল করতে স্বেচ্ছায় কাজ করেন। মাহফিলে সভাপতিত্ব করবেন জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশ -এর সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবদুল আখির।
মাহফিল পরিচালনায় থাকবেন সংগঠনের মহাসচিব মাওলানা আবু দাউদ মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সচিব মাওলানা শাইখ মুহাম্মদ উসমান গণী প্রমুখ। উক্ত মাহফলে দেশের খ্যাতিমান আলেমগণ উপস্থিত থাকবেন।
মাহফিল সূচি: মাহফিলে প্রত্যেকদিন ৫টি অধিবেশন থাকবে। ১ম অধিবেশনও ২য় অধিবেশনে  কুরআন তেলাওয়াত, হামদ-নাত, আমন্ত্রিত উলামায়ে কেরামের বক্তত্য বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য। ৩য় অধিবেশন, বাদ মাগরিব থেকে এশার নামাজ পর্যন্ত, ৪র্থ অধিবেশন, বাদ এশা থেকে ৯.৩০ মি. পর্যন্ত
ও ৫ম অধিবেশন, ৯.৩০ মি. থেকে ১১টা পর্যন্ত।
৬ ডিসেম্বর, বুধবার
৩য় অধিবেশনঃ মাওলানা মাসউদুল করীম ,বিষয়: দীনি শিক্ষার গুরুত্ব।(সূরা তাওবা- ১২২)
৪র্থ অধিবেশনঃ মাওলানা নজির আহমদ , বিষয়: ইত্তেবায়ে রাসূল সা. (সূরা আলে ইমরান- ৩১)
৫ম অধিবেশনঃ মাওলানা মামুনুল হক, বিষয়: ইসলামে সাম্প্রদায়িক সম্প্রতি (সূরা বাকারা- ২৫৬)
৭ ডিসেম্বর, বৃহস্পতিবার
৩ অধিবেশনঃ মাওলানা মুহাম্মদ ইসমাঈল , বিষয়: আল্লাহ পাকের কাছে সম্মানিত হবার উপায় (সূরা হুজুরাত-১৩)
৪র্থ অধিবেশনঃ মাওলানা জুবায়ের আহমদ , বিষয়: সত্যিকারের ঈমানদারের পরিচয় (সূরা আনফাল- ২,৪)
৫ম অধিবেশনঃ মাওলানা মেরাজুল হক , বিষয়: মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ইসলাম (সূরা মায়িদা- ৯০)
৮ ডিসেম্বর, শুক্রবার
৩য় অধিবেশনঃ মাওলানা মুফতি মিজানুর রহমান , বিষয়: বর্তমান সমাজে পর্দার প্রয়োজনীয়তা (সূরা আহযাব-৩৩)
৪র্থ অধিবেশনঃ মাওলানা সাজিদুর রহমান , বিষয়: আর্তমানবতার সেবায় ইসলাম (সূরা বালাদ-১১,১৭)
৫ম অধিবেশনঃ মুফতি দেলাওয়ার হোসাইন , বিষয়: সিরাতে মুস্তাকীম বা সরল পথ (সূরা ফাতেহা-৫)
আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ