
পুলিশকে আরও জনবান্ধব করতে আসছে আইন : স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ার ইসলাম ডেস্ক: পুলিশের উন্নয়ন এবং তাদের যুগোপযোগী করতে আরও… ...
যুবায়ের ইসহাক: প্রযুক্তি কত কিছুই তৈরি করেছে। দৈনন্দিন কাজ থেকে শুরু করে সবই প্রযুক্তির আওতাধীন। কোন কাজের প্ররিকল্পনাও এখন হয় ভিডিওর মাধ্যমে। সেখানে ইবাদতের সামগ্রী বাদ থাকবে কেন?
ইউটিউবে পাওয়া গেল এমনই একটি ভিডিও। একটি রোবট মানুষকে নামাজ শেখাচ্ছে। অবিকল মানুষের মতোই। কণ্ঠ, সুরা কেরাত ও রুকু সেজদা। কোনোটাই যেন অবাস্তব নয়। যেন কাঠের মতো দেখতো কোনো মানুষই নামাজ পড়ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, রোবটটি প্রদর্শনী করা হয়েছে একটি হলে। হল ভর্তি মানুষের ভেতর রোবটটি নামাজ পড়ছে। সেটা দেখে উল্লসিত হচ্ছেন দর্শক। বিস্ময়ে হতবাক হচ্ছেন কেউ কেউ। এমন জিনিসও সম্ভব!!
আসুন রোবটের এই নামাজ শেখানোর পদ্ধতিটা দেখে নেই নিচের ভিডিওতে…