বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ।। ১৮ বৈশাখ ১৪৩১ ।। ২৩ শাওয়াল ১৪৪৫


বাস পোড়ানোর ঘটনা সরকারি এজেন্টদের ‘নাশকতা’: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় বাস পোড়ানোর ঘটনা সরকারি এজেন্টদের ‘নাশকতা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ‘মিট দ্যা রিপোর্টার্স’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের যে অভিজ্ঞতা তাতে দেখা যায় যে, এই সরকারের কিছু কিছু অংশ যারা বিভিন্নভাবে কাজ করে, কেউ কেউ এগুলোকে স্যাবোটাজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায়। এটাও আমরা অতীতে দেখেছি। বিএনপিকে এর আগেও এভাবে অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন সময়ে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই- বিএনপি এই রাজনীতি করে না। আমরা মনে করি, সরকারের কিছু এজেন্টস থাকে ‘এজেন্টস স্যাবোটার্স’, এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে।’

ফখরুল বলেন, ‘একটা আন্দোলন যেটা শুরু হচ্ছে বা হতে যাচ্ছে বা সেটা একটি ভালো জিনিসের জন্য এগিয়ে যাচ্ছে; ওটাকে স্যাবোটাজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায়। আমরা এই ধরনের ঘটনায় তীব্র নিন্দা করছি। এই দুস্কৃতিকারী তারা যারাই হোক, এটাও মনে করিয়ে দিতে চাই; এটাও কগনিজেন্সে নেওয়া দরকার।

বিএনপিকে অভিযুক্ত করে মামলা দায়েরের ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এটা ন্যাক্কারজনক ঘটনা। আমি তীব্র ভাষায় এর নিন্দা করছি। আমরা যারা রাজনীতি করি তারা সবসময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক চিন্তাভাবনা ও গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করি। এগুলো কখন হয়; যখন দেশে কোনো গণতান্ত্রিক স্পেস থাকে না। আপনি একটা মিছিল করতে পারবেন না, কোথাও গিয়ে সভা করতে পারবেন না। এসব অনেকদিন ধরে হয়ে আসছে। যার ফলে অনেক সময় এই ধরনের দুস্কৃতিকারী সুযোগ নিয়ে এসব ঘটায়।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ