বুধবার, ১৩ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৯ সফর ১৪৪৭

শিরোনাম :
‘আরপিও সংশোধনীর সাথে পিআর পদ্ধতি সংযুক্ত হলে নির্বাচনী অরাজকতা দূর হবে’ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা সমকামী এক্টিভিস্ট কর্তৃক দুই বিশ্ববিদ্যালয় শিক্ষককে হত্যার হুমকি সত্য বলার কারণে সারজিসের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে: শায়খে চরমোনাই জুলাই আমাদের শিখিয়েছে কীভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয় : এ্যানি সমীকরণ এখনো শেষ হয়নি: নাহিদ ইসলাম পৃথিবী এক ক্ষণস্থায়ী সরাইখানা ছাড়া কিছু নয় পিআর পদ্ধতিতে জবাবদিহিমূলক সরকার কায়েম হবে: পীর সাহেব চরমোনাই  জেদের বশবর্তী হয়ে প্রকৃতির ক্ষতি করছে পাথর খেকোরা: আলী হাসান ওসামা ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধান বাস্তবায়ন হবে না’

জেদের বশবর্তী হয়ে প্রকৃতির ক্ষতি করছে পাথর খেকোরা: আলী হাসান ওসামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা (সিলেট প্রতিনিধি)

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান ওসামা বলেছেন, দীর্ঘদিন থেকে পাথর কোয়ারী বন্ধ থাকায় কেমন যেন জেদের বশবর্তী হয়ে প্রকৃতির ক্ষতি করছে পাথর খেকোরা। তিনি বলেন, ভারতকে খুশি রাখার জন্য বিগত সরকার সিলেটের সকল পাথর কোয়ারী বন্ধ রেখেছিল। ২৪শের গণবিপ্লবের পরবর্তী সরকারও সেই ধারাবাহিকতা রক্ষা করে চলছে। আমরা বারবার দাবি করে আসছি পরিবেশ বান্ধব উপায়ে পাথর কোয়ারীগুলো খুলে দেয়ার জন্য। কিন্তু সরকার সেই দিকে একটুও লক্ষ্য করছে না। অথচ আমরা দেখতে পাচ্ছি পাথর ও বালুমহল খেকোরা দেদারসে অপরিকল্পিত ভাবে পাথর ও বালু উত্তোলনের কারণে সিলেটের পর্যটনশিল্প ধ্বংসের দারপ্রান্তে চলে যাচ্ছে। 

সোমবার (১১ জুলাই) দুপুর ২টায় খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার ষান্মাসিক মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি আলী হাসান ওসামা বলেন, আগামী সংসদ নির্বাচনে আমরা বড় দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। আমাদের প্রস্তুতিটাও সেই রকম হতে হবে। তাই সংগঠনের সকলকে আরো দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। মানুষ এখন বিকল্প খুঁজছে।পূর্বের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে বারবার তারা প্রতারিত হয়ে আসছে। এবার তারা সৎ ও যোগ্য লোকদের নির্বাচিত করতে চায়। এক্ষেত্রে তারা আলেম প্রতিনিধিদের প্রাধান্য দিচ্ছে বেশি। দীর্ঘদিন থেকে এই আসনে সংসদ নির্বাচনে আলেম প্রতিনিধি না পাওয়ায় তাদের মাঝে কষ্ট দুঃখ রয়েছে। আগামী সংসদ নির্বাচনে তাদের কষ্ট ও দুঃখের বহিঃপ্রকাশ ঘটবে। দেওয়াল ঘড়ি মার্কাই তাদের পছন্দের প্রতীক হবে।তিনি বলেন যেখানেই যাচ্ছি আলহামদুলিল্লাহ ধারনারচেয়ে অনেক বেশি সাড়া পাচ্ছি। এই অঞ্চলের মানুষ ব্যাপকভাবে ধর্মপ্রাণ, ইসলামের প্রতি ও আলেম উলামাদের প্রতি তাদের অন্তর মিশ্রিত ভালোবাসা রয়েছে।

গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়ার পরিচালনায় সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা  দেলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন, সাধারণ সম্পাদক কে এম মনসুর আহমদ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ