রবিবার, ১০ আগস্ট ২০২৫ ।। ২৬ শ্রাবণ ১৪৩২ ।। ১৬ সফর ১৪৪৭

শিরোনাম :
এনসিপিসহ ১৬টি দল ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ সংসদের দুই কক্ষে পিআর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতের ‘সন্ত্রাসে ম্লান অন্তর্বর্তী সরকারের সাফল্য, নির্বাচনকেও অনিশ্চিত করে তুলবে’ প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি : তারেক রহমান দারুল উলুম দেওবন্দে নবীজির স্মৃতিধন্য রুমাল এ বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনে রাজনীতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন ‘এই মুহূর্তে নির্বাচন হলে ফ্যাসিবাদের দোসররা পুনর্বাসিত হবে’ সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন ধর্ম উপদেষ্টা  দোহার উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন

‘এই মুহূর্তে নির্বাচন হলে ফ্যাসিবাদের দোসররা পুনর্বাসিত হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, এই মুহূর্তে নির্বাচন হলে ফ্যাসিবাদের দোসররা পুনর্বাসিত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। তিনি বলেন, ঘোষিত জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করতে হবে এবং জুলাই সনদের আলোকে নির্বাচন হতে হবে।

রোববার (১০ আগস্ট) সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এসব কথা বলেন। 

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, জুলাই সনদে ইসলাম ও ইসলামি মূল্যবোধকে অবমূল্যায়ন করা হয়েছে। এটাকে পতিত স্বৈরাচারের প্রতি নমনীয়, আইনি বাধ্যবাধকতাহীন দুর্বল সনদ বলে মনে হয়েছে। খসড়ায় একবারের জন্যও পতিত ফ্যাসিবাদের মূল হোতা ও অশুভ চক্রের প্রধান শেখ হাসিনার নাম উল্লেখ না করে ফ্যাসিবাদের পক্ষাবলম্বন করা হয়েছে বলেই মনে হচ্ছে। 

ইসলামী আন্দোলন নেতা বলেন, জুলাই সনদে ৯৯ ভাগ মানুষের চিন্তা চেতনার কোনোরূপ মূল্যায়ন করা হয়নি। মুসলমানের স্বার্থ বাদ দিয়ে বহুত্ববাদ বাস্তবায়ন করলে তা হবে অত্যন্ত খারাপ দৃষ্টান্ত। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদকে আইনি রূপ দিতে হবে এবং তা বাস্তবায়ন বর্তমান সরকারের মাধ্যমেই শুরু করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ