রবিবার, ১০ আগস্ট ২০২৫ ।। ২৬ শ্রাবণ ১৪৩২ ।। ১৬ সফর ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনে ভারত বিরোধীদের মার্কা হবে হাতপাখা : শায়খে চরমোনাই এনসিপিসহ ১৬টি দল ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ সংসদের দুই কক্ষে পিআর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতের ‘সন্ত্রাসে ম্লান অন্তর্বর্তী সরকারের সাফল্য, নির্বাচনকেও অনিশ্চিত করে তুলবে’ প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি : তারেক রহমান দারুল উলুম দেওবন্দে নবীজির স্মৃতিধন্য রুমাল এ বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনে রাজনীতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন ‘এই মুহূর্তে নির্বাচন হলে ফ্যাসিবাদের দোসররা পুনর্বাসিত হবে’ সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন ধর্ম উপদেষ্টা 

এ বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এডিস মশাজনিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃতদের ৫৮ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৬ শতাংশ নারী।

এদের মধ্যে বরিশালে ১৮, চট্টগ্রামে ১৭, খুলনা ৪, ময়মনসিংহে একনজন এবং রাজশাহীতে ৪ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই বিভাগীয় সিটির কর্পোরেশনের বাইরের বাসিন্দা ছিল। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ এবং উত্তর সিটি কর্পোরেশনে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে মৃত্যু হয়েছে একজনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের, ফ্রেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩ জনের মৃত্যু হয়েছে। জুন মাসে ১৯ জন ও জুলাইয়ে দিয়েছে ৪১ জনের মৃত্যুর তথ্য। এদিকে মার্চ মাস ছিল মৃত্যুশূন্য। চলতি আগস্ট মাসে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪৮ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তিয়ে হয়েছে ২৪ হাজার ১৪৩ জন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ