রবিবার, ১০ আগস্ট ২০২৫ ।। ২৬ শ্রাবণ ১৪৩২ ।। ১৬ সফর ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনে ভারত বিরোধীদের মার্কা হবে হাতপাখা : শায়খে চরমোনাই এনসিপিসহ ১৬টি দল ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ সংসদের দুই কক্ষে পিআর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতের ‘সন্ত্রাসে ম্লান অন্তর্বর্তী সরকারের সাফল্য, নির্বাচনকেও অনিশ্চিত করে তুলবে’ প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি : তারেক রহমান দারুল উলুম দেওবন্দে নবীজির স্মৃতিধন্য রুমাল এ বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনে রাজনীতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন ‘এই মুহূর্তে নির্বাচন হলে ফ্যাসিবাদের দোসররা পুনর্বাসিত হবে’ সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন ধর্ম উপদেষ্টা 

‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনে রাজনীতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রখ্যাত আলেম, চিন্তাবিদ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব ও রাজধানীর জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদরাসার প্রতিষ্ঠাতা মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দীন কাসেমী রহ. প্রণীত ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনে রাজনীতি’ শীর্ষক গুরুত্বপূর্ণ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর পল্টনের জমিয়ত মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।  

জমিয়ত মহাসচিব বলেন, নবীজীর (সা.) রাজনীতি ছিল ইনসাফ, কল্যাণ, দায়িত্ব ও মানবতার ওপর প্রতিষ্ঠিত। এই ধরনের বইগুলো বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।

উপস্থিত ছিলেন, জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা বদরুল আলম, মুফতি মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা জামিল আহমদ আনসারী,সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহসাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান,মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলী,অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম কাসেমী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী, মুফতি শামসুল ইসলাম জিলানী ও মাওলানা ইবাদুর রহমান কাসেমী প্রমুখ।

অনুষ্ঠানে জমিয়তের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আলেম-উলামা, গবেষক, লেখক ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।  

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও আরজাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন,এ গ্রন্থে নবীজীর রাজনৈতিক কর্মপন্থা, রাষ্ট্রগঠন, শাসনব্যবস্থা ও নেতৃত্বদান পদ্ধতি আলোচনা করা হয়েছে। সমসাময়িক সংকট মোকাবেলায় উম্মাহর সামনে রাসূলুল্লাহর (সা.) রাজনীতির আদর্শিক দৃষ্টান্ত উপস্থাপন করাই উদ্দেশ্য।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ