শনিবার, ০৯ আগস্ট ২০২৫ ।। ২৫ শ্রাবণ ১৪৩২ ।। ১৫ সফর ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুরে বয়স্কদের নামাজ প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের মাঝে পুরস্কার বিতরণ বরিশাল বিভাগের ২১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদকের সাথে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ৩২৫ জন ভর্তি রাজনৈতিক প্রভাবমুক্ত হবে আগামীর মসজিদ কমিটি: ধর্ম উপদেষ্টা স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্যে জাতিকে বিভক্ত করা যাবে না : সালাহউদ্দিন বাচ্চারা উল্টো জুতা পরতে পছন্দ করে কেন?  ৫ আগস্টে জাতি দম ফিরে পেয়েছে: তারেক রহমান সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি ৮ জনের সম্পৃক্ততা: জিএমপি কমিশনার দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব চুন্নু

দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব চুন্নু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করেননি দাবি করে জাতীয় পার্টির মহাসচিব (একাংশ) মুজিবুর রহমান চুন্নু বলেছেন, “যদি নৈতিকভাবে কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।”

শনিবার (৯ আগস্ট) রাজধানীর ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিলে তিনি এ বক্তব্য দেন।

চুন্নু বলেন, প্রায় চার বছর মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে। “আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। বিগত নির্বাচনগুলোতে অংশগ্রহণের কারণে কেউ কেউ আমাদের কটূক্তি করেছেন, সহযোগী দল বা স্বৈরাচার সহযোগী বলেও আখ্যা দিয়েছেন।”

তিনি সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “জাতীয় পার্টি আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে দেশের মানুষের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়।”

কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন, মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ