বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে বহুল প্রত্যাশিত পরিবর্তন এসেছে, যেদিন মানুষ হঠাৎ বুক ভরে শ্বাস নিতে পেরেছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান নিজের স্বাস্থ্য পরিস্থিতির উদাহরণ টেনে বলেন, “আমি একজন কার্ডিয়াক রোগী। যখন অ্যাটাক হয়, চিকিৎসার পর স্বস্তি মেলে—ঠিক তেমনি ৫ আগস্ট সমগ্র জাতি হঠাৎ করে স্বস্তির শ্বাস নিয়েছে।”
তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ একটি ভালো পরিবর্তনের প্রত্যাশা করছে। যদিও পরিবর্তন মুহূর্তেই সম্ভব নয়, তবে উদ্যোগ নেওয়া জরুরি। বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা—নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে দেশকে ভালো পথে এগিয়ে নেওয়া।
বিএনপি নেতা আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে নিজেদের ভেতরে গণতান্ত্রিক চর্চা চালু রাখতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন এবং বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। সেই উত্তরাধিকার ধরে রেখে স্থানীয় সরকার থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গণতন্ত্রকে মজবুত করতে হবে।
এসএকে/