জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি এভাবে বর্বরযুগীয় কায়দায় হামলার শিকার হয়ে প্রাণ হারান তাহলে এমন নির্মমতা দেখতে আমরা মোটেই প্রস্তুত নই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন অবস্থাতেই এর দায় এড়াতে পারে না। এই নিষ্ঠুরতম হত্যাকাণ্ডে যারাই জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।
তাঁরা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং লোমহর্ষক এই ঘটনার সুষ্ঠু তদন্তও করতে হবে।
আজ শুক্রবার (৮ আগস্ট)গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে জমিয়ত নেতৃদ্বয় এসব কথা বলেন।
নিহত সাংবাদিক তুহিনের মাগফিরাত কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে নেতৃদ্বয় আরো বলেন, কোন একজন মানুষকে অন্যায় ভাবে হত্যা করার অর্থ গোটা মানবজাতিকে হত্যা করা। অতএব এ রকম জঘন্যতম হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, এ ধরণের দুর্বৃত্তায়ন ও মানবতাবিরোধী অপরাধকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার বিরুদ্ধেও সরকারকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে না পারলে কোন পরিকল্পনাই সফল হবে না।
এসএকে/