শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫ ।। ২৪ শ্রাবণ ১৪৩২ ।। ১৪ সফর ১৪৪৭

শিরোনাম :
খুলনা বিভাগের ৩২ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থী যারা সাংবাদিক হত্যার ঘটনা বিচারহীনতার সংস্কৃতিকে আস্কারা দিচ্ছে - ইসলামী ছাত্র আন্দোলন ‘সাংবাদিক সমাজ ও প্রতিবাদী জনতা চরম নিরাপত্তাহীনতায়’ তোহফাতুল ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ-এর আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন একটা গোষ্ঠী প্রতিবাদী তরুণদের চাঁদাবাজে পরিণত করেছে: আবু হানিফ কিছুটা দায় আপনারাও নেন সেন্ট মার্টিন নিয়ে মহাপরিকল্পনা চূড়ান্ত করছে সরকার ‘ফ্যাসিবাদের কবল থেকে দেশ চাঁদাবাজ-সন্ত্রাসীদের দখলে চলে গেছে’ তুহিন-হত্যাকাণ্ডের প্রতিবাদ ও সাংবাদিকদের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিতের দাবি সংস্কারের দায়িত্ব পালনে এই সরকার ব্যর্থ: ইবনে শাইখুল হাদিস

তুহিন-হত্যাকাণ্ডের প্রতিবাদ ও সাংবাদিকদের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিতের দাবি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও রাষ্ট্রীয়ভাবে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, জুলাই রেভুলোশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এক বক্তব্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির বলেন, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তুহিন হত্যার বিচার চাওয়ার জন্য আমাদের রাজপথে নামতে হয়েছে। অথচ এখন পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করা হয়নি। আজ যদি ইন্টেরিমের কোনো উপদেষ্টার পরিবারের কাউকে খুন করা হতো, তাহলে কি গ্রেপ্তার এতো সময় লাগতো? লাগতো না।

তিনি আরও বলেন, গত কয়েকবছরে সবচেয়ে বেশি হামলা-মামলা, খুনের শিকার হয়েছে যে পেশাজীবীরা, তারা হলেন সাংবাদিক। জুলাই আন্দোলনে ছাত্রদের পর সবচেয়ে বেশি জীবন দিয়েছে সাংবাদিকরা। অথচ আমরা কি পেলাম? আমাদের দিন-দুপুরে হত্যা করা হচ্ছে, আমরা কোনো নিরাপত্তা পাই না।

গণমাধ্যম কর্মী আকরাম খান বলেন, আজকের এই মানবন্ধনে দাঁড়ানো আমাদের জন্য দুঃখজনক। ৫ আগস্টের আগে দেখেছি সাংবাদিক হামলা-মামলা, হত্যার শিকার হয়েছেন। আমরা আশা করেছিলাম বিপ্লব পরবর্তী সময়ে এসবের অবসান হবে, কিন্তু তা হয়নি। একটি স্বাধীন দেশে কেন সাংবাদিকরা হত্যার শিকার হবে? গাজীপুরের ঘটনাটি পুলিশের সামনেই হয়েছিল, অথচ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন, সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করে তাদের কাজের অনুকূল পরিবেশ নিশ্চিত করা হোক।

আরেক গণমাধ্যমকর্মী সাইফুল ইসলাম বলেন, আজ আমরা সাংবাদিক তুহিন হত্যার বিচার চাইতে মানববন্ধন করছি। কয়েকদিন পর হয়ত অনেকেই এ ঘটনা ভুলে যাবো। বর্তমান সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত পাইনি। শুধু সাগর-রুনি নয়, বেশিরভাগ সাংবাদিক হত্যাকাণ্ডের কোনো সুরাহা এখনো হয়নি। আমাদের দাবি থাকবে, দ্রুততম সময় তুহিন হত্যার আসামিদের গ্রেপ্তার করা হোক ও বিচার নিশ্চিত করা হোক।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ