ইতালির রাজধানী রোমে এক অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে তিনজন বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার রাত ২টার দিকে রোমের টর বেলা মোনাকা এলাকায় একটি বারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল, তবে চিকিৎসকেরা তাকে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন।
আহতরা হলেন— ওই বারের মালিক ও তার দুই বাংলাদেশি কর্মচারী। গুলিবিদ্ধদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে টর ভেরগাতা হাসপাতালে ভর্তি করা হয়।
রোম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ডাকাতি না কি ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে, সে বিষয়ে এখনো তদন্ত চলছে। ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে, সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য।
স্থানীয় বাসিন্দারা জানান, গুলির শব্দ শোনার পরপরই তারা জরুরি নম্বরে (১১২) ফোন করে পুলিশকে বিষয়টি জানান। রোমের টর বেলা মোনাকা এলাকা পূর্ব থেকেই সহিংস ঘটনার জন্য পরিচিত।
ঘটনার পর বাংলাদেশি কমিউনিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয় বিভিন্ন বাংলাদেশি সংগঠন ইতোমধ্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে এবং দ্রুত ঘটনার বিচার দাবি করেছে।
এসএকে/