সোমবার, ১১ আগস্ট ২০২৫ ।। ২৭ শ্রাবণ ১৪৩২ ।। ১৭ সফর ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১ আহত ৭ গাজা সিটি দখল পরিকল্পনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র নিন্দা ১০০ টাকার নতুন নোট বাজারে আসছে কাল, থাকছে ষাট গম্বুজ মসজিদের ছবি হজ ব্যবস্থাপনাকে ব্যবসা হিসেবে দেখি না: আয়েশা চৌধুরী ৩৩ বছরের ইমামের বিদায়ে কাঁদলেন এলাকাবাসী, দিলেন পাঁচ লক্ষাধিক টাকা কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশে লক্ষাধিক লোক জমায়েতের টার্গেট বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি মঈনুল, সম্পাদক আমিরুল ইসলাম ‘নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আলেম-ওলামাদের অবদান স্বর্ণাক্ষরে লেখার মতো’ জুলাই সনদ ইস্যুতে বিশেষজ্ঞ মতামত নিল ঐকমত্য কমিশন ফারাবীর জামিন আদেশ বহাল রাখল চেম্বার আদালত

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চট্টগ্রামে হেফাজতের বিজয় র‌্যালি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রামের বিপ্লব উদ্যানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

মাওলানা ইকবাল খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব শায়খ এনামুল হক সিরাজ মাদানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব  শায়খ মুফতি হারুন ইজহার।

প্রধান অতিথি বলেন, এই বিজয় শুধু রাজনৈতিক নয়, এটা দেশবাসীর ঈমান-আকিদা রক্ষার আন্দোলনের ফল। শহীদের রক্ত বৃথা যায়নি। ইনশাআল্লাহ, বাংলাদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম চলবে।

মুফতি হারুন ইজহার বলেন, দীর্ঘ ১৬ বছর পর ভারতের আগ্রাসন থেকে মুক্ত হয়ে নতুন করে পশ্চিমা আধিপত্য কায়েম করার জন্য যে নতুন ফাঁদ সৃষ্টি করা হচ্ছে, তা এই দেশের লক্ষ কোটি তৌহিদী জনতা কঠোর হস্তে রুখে দেবে ইনশাআল্লাহ। সুন্দর সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত কল্যাণকর  দেশ গড়ার লক্ষ্যে প্রশাসন ও সরকারের উচ্চ পর্যায়ে ঘাপটি মেরে বসে থাকা বিগত ফ্যাসিস্ট সরকারের দেশবিরোধী কর্মকর্তা ও কর্মচারীদের অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওলানা সায়েম উল্লাহ, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা  কামরুল ইসলাম, কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেজাম উদ্দিন, কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক মাওলানা জাকারিয়া,কারী ফজলুল করিমসহ ওলামায়ে কেরাম ও স্থানীয় নেতারা।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ