জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি ও আরজাবাদ মাদরাসার শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুছ তালুকদারকে দেখতে বুধবার (৯ জুলাই) সকালে হাসপাতালে যান জমিয়ত সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
এ সময় তিনি জমিয়ত সহসভাপতির চিকিৎসার খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন।
মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার রাজধানীর মিরপুরের ডেন্টাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (৭ জুলাই) তার একটি অপারেশন হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
মাওলানা আব্দুল কুদ্দুছ তালুকদারের সুস্থতার জন্য তাঁর বড় ছেলে মাওলানা শাহ আহমদ খাছ করে দেশবাসীর কাছে দোয়া আবেদন করেছেন।
এনএইচ/