বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ১ শ্রাবণ ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিস ধামরাই থানা কমিটি পুনর্গঠন সেনাবাহিনীর এপিসিতে গোপালগঞ্জ ছাড়লেন হাসনাত-সারজিসরা এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় জামায়াতের নিন্দা ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন : নাহিদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ ‘গোপালগঞ্জের হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না’ ‘আওয়ামী দোসররা মরণকামড়ে নেমেছে, কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প নেই’ গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিতে হামলার নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবি খেলাফতের গোপালগঞ্জে দ্রুত পদক্ষেপ না নিলে ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপর বর্তাবে শহীদ আবু সাঈদেরা গণঅভ্যুত্থানের সূচনা ঘটায়: ড. আহমদ আবদুল কাদের

সাভারে শহীদ পরিবারের হত্যা মামলার আসামি যুবলীগ নেতা ‘মুরগি হেলাল’ গ্রেফতার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাভারে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার কর্তৃক দায়ের করা একাধিক হত্যা মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত যুবলীগ নেতা হেলাল ওরফে মুরগি হেলালকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) ভোররাতে সাভার পৌরসভার মজিদপুর মহল্লায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব উল্লাহ সরকার।

গ্রেফতার হওয়া হেলালের বয়স ৩২ বছর। তিনি মজিদপুর এলাকার বাসিন্দা হারুন অর রশিদের ছেলে। রাজনৈতিকভাবে তিনি সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং সাভার থানা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক নাসির আহমেদ-এর ঘনিষ্ঠ অনুসারী বলে জানা গেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিঞা গণমাধ্যমকে জানান, হেলালের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহতদের পরিবারের পক্ষ থেকে দুটি হত্যা মামলা করা হয়েছে। এছাড়াও আরও ছয়টি মামলার তথ্য পুলিশের কাছে রয়েছে।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত যুবলীগ নেতা হেলালের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে এবং তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। এসব মামলায় তিনি মূল অভিযুক্ত হিসেবে রয়েছেন।

এদিকে এলাকাবাসীর অনেকেই জানায়, মুরগি হেলাল দীর্ঘদিন ধরেই এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার গ্রেফতারে এলাকাজুড়ে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সাভার অঞ্চলে সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ