সাভারে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার কর্তৃক দায়ের করা একাধিক হত্যা মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত যুবলীগ নেতা হেলাল ওরফে মুরগি হেলালকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) ভোররাতে সাভার পৌরসভার মজিদপুর মহল্লায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব উল্লাহ সরকার।
গ্রেফতার হওয়া হেলালের বয়স ৩২ বছর। তিনি মজিদপুর এলাকার বাসিন্দা হারুন অর রশিদের ছেলে। রাজনৈতিকভাবে তিনি সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং সাভার থানা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক নাসির আহমেদ-এর ঘনিষ্ঠ অনুসারী বলে জানা গেছে।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিঞা গণমাধ্যমকে জানান, হেলালের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহতদের পরিবারের পক্ষ থেকে দুটি হত্যা মামলা করা হয়েছে। এছাড়াও আরও ছয়টি মামলার তথ্য পুলিশের কাছে রয়েছে।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত যুবলীগ নেতা হেলালের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে এবং তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। এসব মামলায় তিনি মূল অভিযুক্ত হিসেবে রয়েছেন।
এদিকে এলাকাবাসীর অনেকেই জানায়, মুরগি হেলাল দীর্ঘদিন ধরেই এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার গ্রেফতারে এলাকাজুড়ে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সাভার অঞ্চলে সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে।
এসএকে/