বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ১ শ্রাবণ ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘গোপালগঞ্জের হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না’ ‘আওয়ামী দোসররা মরণকামড়ে নেমেছে, কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প নেই’ গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিতে হামলার নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবি খেলাফতের গোপালগঞ্জে দ্রুত পদক্ষেপ না নিলে ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপর বর্তাবে শহীদ আবু সাঈদেরা গণঅভ্যুত্থানের সূচনা ঘটায়: ড. আহমদ আবদুল কাদের গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের ওপর হামলায় ছাত্র জমিয়তের তীব্র নিন্দা গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ও নেতৃবৃন্দের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে জমিয়ত এনসিপি নেতাদের ওপর হামলায় হেফাজত নেতা মনির কাসেমীর উদ্বেগ নাহিদ-সারজিস-হাসনাতসহ অবরুদ্ধদের দ্রুত উদ্ধারে পদক্ষেপ নিন: পীর সাহেব চরমোনাই রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি

মামলার দাবিকে ভিত্তিহীন বললেন মুফতি আবরার, চাইলেন ভুয়া সংবাদের প্রতিকার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সম্প্রতি অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউন একটি প্রতিবেদনে দাবি করে, পাকিস্তানে তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার ‘জিহাদে’ বাংলাদেশের কয়েকজন যুবক জড়িত হয়েছেন এবং এদের মধ্যে কেউ কেউ নিহত হয়েছেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়, সাভারে দায়ের করা একটি মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের একজন মুফতি রেজাউল কারীম আবরার। তবে এ অভিযোগকে 
ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন তরুণ ইসলামি চিন্তাবিদ ও ওয়ায়েজ মুফতি রেজাউল কারীম আবরার।

 
আওয়ার ইসলামের সঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘বাংলা ট্রিবিউন এমন এক ‘নিউজ’ করেছে, যেখানে বলা হয়েছে—আমার নামে মামলা হয়েছে, তাও ‘জঙ্গি মামলা’! নতুন বাংলাদেশের বয়স এক বছরের কাছাকাছি হলেও পুরনো তামাশা কেন বন্ধ হচ্ছে না? কেন এখনো আমাদের এসব ফাতরামির শিকার হতে হচ্ছে?’
মুফতি রেজাউল কারীম আবরার বলেন, ‘আমরা রাজনীতি করি আল্লাহর জমিনে আল্লাহর দীনকে বিজয় করার জন্য। আমাদের ভয় দেখিয়ে, নাম জড়িয়ে দিয়ে কিংবা মামলা দিয়ে কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ জানে রেজাউল করীম আবরার কী করে, চেনে তারা রেজাউল কারীম আবরারকে।’
মুফতি আবরার জোর দিয়ে বলেন, ‘এই ধরনের ভুয়া সংবাদ প্রকাশ করে যারা নতুন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে—তাদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। নতুন বাংলাদেশে আমরা আর তামাশা দেখতে চাই না।’

মুফতি রেজাউল কারীম আবরার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান, যেন এমন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের পেছনে থাকা ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয় এবং একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে সম্মানজনক রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিবেশ নিশ্চিত করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ