মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


‘বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় তাক্বওয়ার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, মহান আল্লাহ রমজান মাসে সিয়াম সাধনার বিধান দিয়েছেন তাক্বওয়া অর্জনের জন্য। তাক্বওয়ার ঈমানি এই গুণ অর্জিত হলে জাগতিক বিষয়াদির মোহ ত্যাগ করা সহজ। স্বাভাবিক কারণে বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় তাক্বওয়ার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। 

তিনি আরো বলেছেন, শহীদের রক্তের সাথে বেঈমানী হয় এবং পরাজিত শক্তি পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় এমন কোন কর্মপন্থা গ্রহণ করার কোন সুযোগ নেই। সরকারকে অনতিবিলম্বে শক্ত হাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে আনতে হবে।

আজ বৃহস্পতিবার (১২ রমজান)জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুর রব ইউসুফী এসব কথা বলেন। 

রাজধানীর পল্টনস্থ ফার্স হোটেল এন্ড রিসোর্টসের রিক্রিয়েশন লাউঞ্জে বিশিষ্টজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

এতে আগত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, স্বার্থ হাসিলের রাজনীতি কখনোই কল্যাণ বয়ে আনে না,তাই আমাদের রাজনীতি হোক ইসলাম ও দেশ-জাতির বৃহত্তর স্বার্থে। আমাদের পূর্বপুরুষেরা যে ভাবে লৌহমানব হয়ে বৃটিশ সম্রাজ্যবাদকে রুখে দিয়েছিলেন আমরাও তাঁদের পদাঙ্ক অনুসরণ করে যে কোন আগ্রাসন ও আধিপত্যবাদকে রুখে দিতে বদ্ধপরিকর। জমিয়ত মহাসচিব খুনীদের বিচার নিশ্চিত করার দাবী জানিয়ে বলেন, বাংলাদেশ নিয়ে ভিনদেশী সকল চক্রান্ত প্রতিহত করতে জাতীয় ঐক্য অপরিহার্য। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান,ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী,ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মাওলানা ঈসা শাহেদী,খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আব্দুল কাদের ও সিনিয়র যুগ্মমহাসচিব এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন,বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান,এবি পার্টির সিনিয়র সহ-সভাপতি মেজর অবঃ আব্দুল হামিদ,বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি একেএম আশ্রাফুল হক। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী,মাওলানা শেখ মুজিবুর রহমান,সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া,মাওলানা তাফাজ্জল হক আজিজ,মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতী মনীর হোসাইন কাসেমী,মাওলানা মতিউর রহমান গাজিপুরী,মাওলানা আব্দুল হক কাওসারী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী,সহকারী মহাসচিব মাওলানা বশির আহমদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী নাসিরুদ্দিন খান,মাওলানা তৈয়্যিববুর রহমান চৌধুরী,মাওলানা আফজাল হোসাইন রহমানী,মাওলানা নাছির উদ্দীন মুনির অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী,সহ অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার,প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন,দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা মহিউদ্দিন মাসুম, মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী জাবের কাসেমী,মাওলানা মাহবুবুল আলম,মুফতী বশীরুল হাসান খাদিমানী, মাওলানা নুর মোহাম্মদ কাসেমী ও মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর