হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি:
ভোলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত সাড়ে ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ওই দুই নেতাকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
গ্রেফরাতকৃতরা হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ দুলাল ডিলার ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিক উল্লাহ।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, অপারেশন ডেবিল হান্ট ফেইজ-২ এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের দুই নেতাকে আটক করা হয়। পরে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।
আরএইচ/