নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) কার্যক্রম বন্ধ রাখবে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি জানিয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার সাধারণ ছুটি হিসেবে বেফাকের অফিসের সকল বিভাগ বন্ধ থাকবে।
এতে আরও জানানো হয়, পরদিন অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার থেকে অফিসের সকল বিভাগের কার্যক্রম যথারীতি পুনরায় শুরু হবে।
আরএইচ/