মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


পুলিশ ও সাংবাদিকদের গায়ে হাত দিলে যুবলীগ বসে থাকবে না


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ামী লীগ আয়োজিত আজকের শান্তি ও উন্নয়ন সমাবেশ

পুলিশ ও সাংবাদিকদের গায়ে হাত দিলে যুবলীগ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।

পরশ বলেন, বিএনপি জ্বালাও পোড়াওয়ে বিশ্বাসী ও পারদর্শী দল। এবার যদি জ্বালাও পোড়াও করে এবং পুলিশের কাজে বাধা দেয় বা তাদেরকে আঘাত করে কিংবা সাংবাদিকদের গায়ে হাত দেয় তবে যুবলীগ সমোচিত জবাব দেবে।

শান্তি ও উন্নয়ন সমাবেশে এর আগে বক্তব্য দেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকিসহ আরও অনেক নেতারা।

বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী বলেন, মানুষ শেখ হাসিনার সঙ্গে আছে। মানুষ মা-পুতে মিল্লা দেশ খাইলো গিল্লার দলে যেতে চায় না।

মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি বলেন, বিএনপি-জামায়াত দেশে তৃতীয় শক্তি আনতে চাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে জনগণ এই ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্র বজায় রাখবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ