লুটেরা নয়, সৎ, আদর্শবান এবং নীতিবানরাই দেশের রাজনীতির হাল ধরবেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের কর্মী সমর্থক এবং ভোটাররা এখনও দেশেই আছেন। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাদের কাছে তারা নিরাপদ থাকবেন, তাদেরকেই বেছে নেবেন।
তিনি বলেন, আমাকে অনেকেই বলেন যে, আওয়ামী লীগ ও হিন্দু ভোটার-যারা আওয়ামী লীগে ভোট দিতেন। তারা এখন কাকে ভোট দেবেন। আমি বলেছি, যারা আওয়ামী লীগ ও হিন্দু ভোটারদের জানমালের নিরাপত্তা দিতে পারবে। তাদেরকেই তারা ভোট দিবেন।
তাদের জানমালের নিরাপত্তা একমাত্র ইসলামী আন্দোলনের প্রার্থীদেরই হাতে। তাদের হাতেই এসব ভোটাররা নিরাপদ থাকবেন। কারণ, ইসলাম শান্তির ধর্ম।
আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে।
সেই কথাও নির্বাচন কমিশনকে স্মরণ করিয়ে দেন ফয়জুল করীম।
সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. বেলাল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী শায়খুল হাদীস মাওলানা মুকবুল হোসেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এলএইস/