শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


মুফতি ফয়জুল করীমের জন্য সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১১ দলীয় জোটের আসন সমঝোতার অংশ হিসেবে বরিশাল–৫ (সদর) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস–মনোনীত প্রার্থী মুফতি সুলতান মাহমুদ। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ–মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের জন্য আসনটি ছেড়ে দিয়েছেন।

এক বিবৃতিতে মুফতি সুলতান মাহমুদ বলেন, বরিশাল–৫ সদর উপজেলা ও মহানগরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ায় শ্রম, সময় ও দোয়ার মাধ্যমে তাঁর পাশে থেকেছেন। এ জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তিনি বলেন, জনগণের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও বিশ্বাস তাঁর রাজনৈতিক জীবনের এক অনন্য শক্তি এবং আজীবনের প্রেরণা হয়ে থাকবে। তাঁর মতে, রাজনীতি ব্যক্তি বা পদকেন্দ্রিক নয়, বরং দল, আদর্শ, শৃঙ্খলা ও বৃহত্তর ঐক্যের ভিত্তিতেই পরিচালিত হওয়া উচিত।

মুফতি সুলতান মাহমুদ আরও বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য ও সম্মান রেখে ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ ও জনকল্যাণমুখী রাজনীতি বাস্তবায়নে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবেন।

বিবৃতির শেষাংশে তিনি বরিশাল সদর উপজেলা ও মহানগরের মানুষের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আন্দোলন–সংগ্রাম এবং সুখ–দুঃখের দিনগুলোতে যারা তাঁর পাশে ছিলেন, ভবিষ্যতেও তাঁদের সঙ্গে থেকেই মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সবার জন্য দোয়া প্রার্থনা করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ