শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসিতে ৬৪৫ আপিল, শুনানি আজ থেকে বিশ্বজয়ী ও কৃতি হাফেজদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান স্মৃতির পাতায় হজরত মুফতি সাঈদ আহমদ পালনপুরী (রহ.)-এর শেষ দরস তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হওয়ায় জমিয়তের অভিনন্দন ও শুভেচ্ছা মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত

আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, এই নির্বাচন কেবল ৫ বছরের জন্য নয়, বরং এটি আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে।

আজ শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় মাঠে নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, ১২ ফেব্রুয়ারির এই নির্বাচন কোনো গতানুগতিক নির্বাচন নয়। এটি অন্তর্বর্তী সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন, যেখানে সরকার কোনো দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেবে না। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান হয়েছিল কারণ মানুষ ভোট দিতে পারেনি। এবার জনগণ যাকেই নির্বাচিত করবে, তিনিই বিজয়ী হবেন।”

গণভোটের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, গণভোটে ৪টি প্রশ্নের একটি ‘প্যাকেজ’ রয়েছে। যারা দেশে সংস্কার চান, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন এবং যারা সংস্কার চান না তারা ‘না’ ভোট দেবেন। ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়িত হবে।

জনগণই সবচেয়ে ক্ষমতাবান উল্লেখ করে উপদেষ্টা বলেন, মানুষ যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জনগণকে সচেতন থেকে যোগ্য প্রতিনিধি নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ