প্রাইভেট মাদরাসা কল্যাণমূলক ঐক্যবদ্ধ জাতীয় সংগঠন বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশনের আওতাধীন রুপনগর থানার পূর্ণাঙ্গ থানা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২৬ মে) রাতে ঢাকা শহরের দারুন নাজাত ক্যাডেট মাদরাসায় এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন (বিএমএ) এর কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হামিদ গওহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হিফজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আব্দুল হামিদ গওহারী বলেন, “প্রত্যেক আলেম ভাই ভাই, যেমন রাসূল (সা.) বলেছেন, প্রত্যেক মুসলিম ভাই ভাই; তাই আমি বলি প্রত্যেক আলেম ভাই ভাই। আমাদেরকে একত্রে থেকে কাজ করতে হবে যাতে কোনো বাতিল মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। কারণ ঐক্যবদ্ধই শক্তি, ঐক্যবদ্ধই সফলতার চাবিকাঠি।”
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হিফজুর রহমান বলেন, “(বিএমএ) কোন ব্যক্তির নয় বরং এটি আমাদের সবার, তবে চিন্তক বা উদ্যোক্তা একজন হতে পারে। কিন্তু এই চিন্তাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে হলে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন কিছু করতে গেলে বা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।”
এসময় বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন (বিএমএ) এর রুপনগর থানার পূর্ণাঙ্গ থানা কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে নির্বাচিত সদস্যরা হলেন:
সভাপতি: মুফতী ওমর ফারুক সিরাজী
সাধারণ সম্পাদক: মুফতী মোবাশ্বের
সহ-সভাপতি: মুফতি নুরুল্লাহ সাদী, মুফতি আলী নূর
যুগ্ম সাধারণ সম্পাদক: হাফেজ সাইদুল ইসলাম, মুফতি রায়হান সিদ্দিকী
সাংগঠনিক সম্পাদক: মুফতি ইব্রাহীম খলিল কাওছারী
যুগ্ম সাংগঠনিক সম্পাদক: হযরত ওমর ফারুক, মুফতি মেরাজুল ইসলাম
দপ্তর সম্পাদক: মুফতি আহসান হাবীব
সহ-দপ্তর সম্পাদক: মুফতি আবির হোসেন
অর্থ সম্পাদক: মুফতি আলি আকবর
সহ-অর্থ সম্পাদক: মুফতি মুহিবুর রহমান
প্রচার সম্পাদক: মুফতি নিজামুদ্দীন
সহ-প্রচার সম্পাদক: মুফতি আশিকুর রহমান, হাফেজ আব্দুল আলিম
শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মুফতি মোস্তফা কায়সার
সহ-শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মুফতি ওমর ফারুক মিয়াজী
সমাজ কল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক: মুফতি জয়নাল আবেদীন
সহ-সমাজ কল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক: মাওলানা মিরাজুল ইসলাম
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: মুফতি সুলাইমান
কার্যনির্বাহী সদস্য: মুফতি জাকির হোসেন, মাওলানা খলিলুর রহমান
অনুষ্ঠানটি ইসলাম, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএইচ/