শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

সাড়া ফেলেছে নূর মোহাম্মদের অলরাউন্ডার ধান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মিজানুর রহমান

অলরাউন্ডার বলতে যা বোঝায় নূর ধান-২ আক্ষরিক অর্থেই অলরাউন্ডার। ভাত, খিচুড়ি, পোলাও ইত্যাদি রান্না করতে হলে একেক ধরনের চালের প্রয়োজন হয়। ভাত রান্না করতে এক ধরনের চাল, খিচুড়ি রান্না করতে এক ধরনের চাল, পোলাও রান্না করতে চাল লাগে আরেক ধরনের। বিরিয়ানী,তেহারি রান্নার ক্ষেত্রেও চালের পরিবর্তন হয়। কিন্তু নূর ধান-২ এমনই এক বিস্ময়কর ধানের জাত, এই এক ধানের চালেই একাধারে রান্না করা যাবে ভাত, খিচুড়ি, পোলাও, তেহারি ও বিরিয়ানী। এজন্য নূর ধান-২কে বলা হচ্ছে অলরাউন্ডার ধান।

রাজশাহীর তানোর উপাজেলার গোল্লাপাড়া মহল্লার স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ ধানের এই জাতটি উদ্ভাবন করেছেন তিন বছর আগে। আমন ও বোরো দুই মৌসুমে চাষ করা হয় এই ধান। নূর ধান-২ চাল বেশ চিকন, ভাতও বেশ সুস্বাদু।

নূর মোহাম্মদ নিজের নামেই এই ধানের জাতের নাম দিয়েছেন। এর আগে নূর মোহাম্মদ উদ্ভাবন করেছেন খরা সহিষ্ণু নূর ধান-১, আউশ, আমন ও বোরো ধানের প্রায় ২০০ কৌলিক সারি। তার উদ্ভাবিত সারিগুলোর রয়েছে বেশ কিছু বিশেষত্ব। সারিগুলোর জীবনকাল অন্যান্য জাতের তুলনায় কম, তবে চাল চিকন এবং এই ধান সুগন্ধযুক্ত। তাছাড়া এই ধান খরা সহিষ্ণুও বটে। নূর মোহাম্মদ মূলত খরা প্রবণ অঞ্চলে ধান নষ্ট হয়ে যাওয়া দেখেই শুরু করেন তার গবেষণা। এবং এ কাজে তিনি পেয়েছেন আশানুরুপ সাফল্যও।

নূর মোহাম্মদ ইতোমধ্যে তার ঝুলিতে জমা করেছেন বেশ কিছু সাফল্যের পালক। কৃষিতে অসামান্য অবদানের জন্য ২০০৫ সালে পেয়েছিলেন রাষ্ট্রপতি পদক। এছাড়া ২০২৪ সালের শেষ দিকে মালয়েশিয়ায় আয়োজিত কৃষক-বিজ্ঞানী সম্মেলনে আমন্ত্রণও পেয়েছিলেন নূর মোহাম্মদ।

নুর মোহাম্মদ জানান, ‘আমন ও বোরো মৌসুমেই এ ধান চাষ করতে হয়। তবে আমনের তুলনায় বোরো মৌসুমের ফলন অনেক বেশি হয়েছে ’।

ইতোমধ্যে নূর ধান-২ জাতের বিস্ময়কর ধানের চাষ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। মাগুরা, বগুড়া, নাটোর, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, খুলনায় এ ধানের চাষ করে আশানুরুপ ফলন পাওয়া গেছে। ধীরে ধীরে  অলরাউন্ডার নুর ধান-২ ছড়িয়ে পড়ছে সারা দেশে! ছড়িয়ে পড়ছে একটি স্বপ্ন, একটি কৃষি বিপ্লব!

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ