বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭


সৌদি দূতাবাসে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বারিধারায় অবস্থিত রাজকীয় সৌদি দূতাবাসে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হয়।

দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে ২ হাজার ৬০০ জন ছেলে-মেয়ে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফের বিন আবিয়্যাহ। তিনি বিজয়ীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
জেলা পর্যায়ে উত্তীর্ণ ১১০ জন প্রতিযোগীর মধ্যে থেকে চূড়ান্ত পর্বে ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এদের মধ্যে ১৫ জন ছেলে এবং ৫ জন মেয়ে রয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে মোবারক বিন আমেক আল ওনাজি, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াহ বিভাগের পরিচালক ড. হারুন উর রশীদ এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা কোরআন মুখস্থ করাকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হিসেবে উল্লেখ করেন। তারা মনে করেন, এ ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মের মধ্যে কোরআনপ্রেম, নৈতিকতা ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিজয়ী প্রতিযোগীদের নিকটাত্মীয়রাও এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ