ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শুক্রবার (১১ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগর।
বাদ জুমা অনুষ্ঠিতব্য এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ঈমানদার, দেশপ্রেমিক ও স্বাধীনতা-সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংগঠনের নগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।
এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ওপর হুমকি স্বরূপ। এটি একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য প্রয়াস।”
তাঁরা আরও বলেন, “এ ধরনের কার্যালয় বসানোর মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোয় হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের স্বাধীনতা ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ সংস্কৃতির জন্য মারাত্মক হুমকি। তাই দলমত নির্বিশেষে সকল দেশপ্রেমিক নাগরিকদেরকে এ কর্মসূচিকে সফল করে তোলার অনুরোধ জানাই।”
এমএইচ/