শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ইসলামী আন্দোলনের গোলটেবিলে অন্য দলের যারা যোগ দিলেন  মিটফোর্ডে নৃশংস হত্যা, অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা: যুব মজলিস জুলাইয়ের আকাঙ্ক্ষা ও স্বপ্ন রক্ষায় পিআরই একমাত্র সমাধান: পীর সাহেব চরমোনাই মিটফোর্ডে পাথর মেরে বর্বরোচিত হত্যার প্রতিবাদে চান্দিনায় বিক্ষোভ  ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ১৭ ফিলিস্তিনি খানকায়ে আহমদিয়ার ২৭তম আধ্যাত্মিক কোর্স সফলভাবে সম্পন্ন মিটফোর্ড হত্যাকাণ্ডে দুই এজাহারনামীয় আসামি গ্রেপ্তার: জানাল র‍্যাব তীব্র গরমে হাতে তৈরি এয়ার কুলারই ভরসা আফগান ট্যাক্সিচালকদের ‘নতুন করে কাউকে ফ্যাসিবাদী হতে দেবো না’ — রিফাত রশিদ প্রশাসনিক ব্যর্থতায় আইনশৃঙ্খলার চরম অবনতি : যুবদল সভাপতি

ময়না হত্যার ঘটনা ভিন্নখাতে না নিতে হেফাজত মহাসচিবের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় ময়না নামের এক শিশুর লাশ মসজিদের দ্বিতীয় তলা থেকে উদ্ধারের ঘটনায় ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। এই ঘটনা যাতে ভিন্নখাতে নেওয়া না হয় সে ব্যাপারে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এই হত্যাকাণ্ডের সঙ্গে ইমাম-মুয়াজ্জিন বা যে কেউ জড়িত থাকুক, প্রকৃত অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলোচিত মায়মুনা আক্তার ময়না হত্যাকার ঘটনায় তার বাড়িতে যান হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব। এ সময় তার সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সভাপতি মুফতি মোবারকুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মুফতি বোরহান উদ্দিন, সেক্রেটারি মাওলানা আলী আজম কাসেমীসহ জেলার সিনিয়র নেতারা।

দুপুরে নিহত মাইমুনা আক্তার ময়নার পিতা আব্দুর রাজ্জাকসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। তার সাথে যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানি ও ভোগান্তির শিকার না হয় এদিকেও প্রশাসন সর্বোচ্চ খেয়াল রাখতে হবে।

সাজিদুর রহমান বলেন, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া যাবে না। চাই সে মসজিদের ইমাম সাহেব হোক বা অন্য কেউ। হেফাজতে ইসলাম প্রকৃত দোষীদের কখনো ছাড় দেওয়ার পক্ষে নয়। হেফাজতে ইসলাম সবসময় রাষ্ট্রীয় আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্র সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করতে হবে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতার করে রিমান্ড দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

আল্লামা সাজিদুর রহমান আরও বলেন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হলে আজকে আমাদের এমন পরিস্থিতি ও পরিণতি ভোগ করতে হতো না। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি প্রশাসন যেন বিষয়টিকে ভিন্ন খাতে নিয়ে পরিস্থিতিকে ঘোলাটে না করে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের গ্রেফতার করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। প্রকৃত দোষীদের খুঁজে বের করা সম্পূর্ণ প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য।

এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মহান আল্লাহর দরবারে দুআ' করেন হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

প্রসঙ্গত, গত রোববার (৬ জুলাই) সকালে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে নিখোঁজ মাইমুনা আক্তার ময়নার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ