বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ১ শ্রাবণ ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার ছয় লাশ পোড়ানোর মামলা: ট্রাইব্যুনালে ৮ আসামি পাবনায় ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ “হাসিনা দেশকে মুক্তিযোদ্ধা-রাজাকারে ভাগ করেছিলেন”—ভোলায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তথ্য ফাঁসের জেরে যুক্তরাজ্যের গোপন পুনর্বাসন পরিকল্পনায় আশ্রয় পেলেন হাজারো আফগান গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, এনসিপি পদযাত্রা ঠেকাতে ছাত্রলীগের তাণ্ডব জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলনের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা গাজায় আরও ৬১ প্রাণহানি, ত্রাণকেন্দ্রে হামলা রাগ যদি আগুন হয়, নিয়ন্ত্রণ তবে শান্তির জল

ঢাকায় জাতিসংঘের কার্যালয়: জাতীয় মসজিদের খতিবের কণ্ঠে সাহসী উচ্চারণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনজামামুল হক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সরকারিভাবে পরিচালিত হয়। সেখানে ইমাম-খতিব নিয়োগের বিষয়টিও সরকারিভাবে নিয়ন্ত্রিত হয়। ফলে জাতীয় মসজিদের মিম্বর থেকে সাধারণত সরকারের কোনো কাজের গঠনমূলক সমালোচনাও শোনা যায় না। তবে ব্যতিক্রমী খতিব মাওলানা মুহাম্মদ আবদুল মালেক। তিনি খতিব হওয়ার পর থেকে বিভিন্ন সময় সাহসী বক্তব্য দিয়েছেন, যা অনেক সময় সরকারের বিরুদ্ধে গিয়েছে।

সবশেষ আজ শুক্রবার (৪ জুলাই) জুমাপূর্ব আলোচনায় এমন কিছু সাহসী কথা বলেছেন দেশের খ্যাতিমান এই আলেমে দীন। সম্প্রতি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন ইসলামি দলসহ বিভিন্ন মহল থেকে এর বিরোধিতা হচ্ছে। এবার সরাসরি সরকারি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন মাওলানা মুহাম্মদ আবদুল মালেক। জুমার আলোচনায় জাতীয় মসজিদের খতিব বলেন, গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে মসজিদের ইমাম-খতিব সাহেবদের সঙ্গে কেউ পরামর্শ করে না। শুধু পানি পড়া আর দোয়া চাইতে হলেই আমাদের স্মরণ করে।

অথচ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়টি লালবাগ শাহী মসজিদ, চকবাজার শাহী মসজিদ, আন্দরকিল্লা শাহী মসজিদ বা বায়তুল মোকাররমের খতিবের কাছে সরকারের কেউ যাননি। এ সময় তিনি বলেন, ধর্ম উপদেষ্টা হিসেবে একজন বিজ্ঞ আলেমকে নিয়োগ দেওয়া হয়েছে। এটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। এসব ব্যাপারে সবার আগে ধর্ম উপদেষ্টার পরামর্শ নেওয়া উচিত ছিল। কিন্তু সেটা করা হচ্ছে না।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় করার সমালোচনা করে তিনি বলেন, কুরআন হাদিসের বিধান বাদ দিয়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থা এ দেশে খোলা লাগবে- এই বিষয়টি আমাদের দেশের মানুষের জন্য অত্যন্ত লজ্জাজনক। আবার যাকে প্রধান করে নিয়ে আসা হচ্ছে সে নাকি সমকামী। এটি কতটা লজ্জার বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। সরকারের উদ্দেশে জাতীয় মসজিদের খতিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা বলছেন আপনারা। কিন্তু যাওয়ার আগে আপনারা এমন কাজ করে গেলে মানুষ কখনোই আপনাদের ক্ষমা করবে না।

গত বছরের অক্টোবরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পদে নিয়োগ পান মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক। তিনি দেশবরেণ্য একজন ফকিহ, হাদিস বিশারদ ও সর্বজন স্বীকৃত আলেমে দীন। তাঁর নিয়োগের পর সব ঘরানার আলেমরা একবাক্যে স্বীকার করেছেন, জাতীয় মসজিদের খতিব পদে প্রকৃত অর্থে একজন যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের কারণে অনেকে সরকারের ভূয়সী প্রশংসা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ