বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

এবারের নির্বাচনে ডিসিদের অবস্থান জানালেন পরিবেশ উপদেষ্টা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের অধীনে পরবর্তী নির্বাচনে ডিসিরা (জেলা প্রশাসকরা) স্বাধীনভাবে নিজেদের নির্ধারিত দায়িত্ব পালন করবেন। তাদের ওপর কোনো ধরনের নির্বাচনী চাপ থাকবে না।

আজ (মঙ্গলবার) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অধিবেশনের পর প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, এবারের নির্বাচন একটি নির্দলীয় সরকারের অধীনে হবে। কাজেই এবার ডিসিদের দলীয় তকমা থাকার সুযোগ নেই। এরপরও কোনো ডিসির ব্যাপারে কোনো রাজনৈতিক দলের আপত্তি থাকলে সেটি আমরা যৌক্তিকভাবে বিবেচনা করে ব্যবস্থা নেব। এবারের নির্বাচনে ডিসিরা নির্ভয়ে এবং নির্ভারভাবে কাজ করতে পারবেন। কারণ, নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য কোনো দলের পক্ষ থেকে তাদের প্রভাবিত করার সুযোগ নেই।

পলিথিনের বিকল্প বাজারে না এনেই বন্ধের সিদ্ধান্ত কতটা সফল হবে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে পলিথিন বন্ধ করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। ঢাকা শহরে প্রতিদিন ২ কোটি পলিথিন ব্যবহৃত হয়। অথচ আমরা চাইলেই এর ব্যবহার থেকে বের হতে পারি। সবার বাসাতেই চটের বা কাপড়ের ব্যাগ রয়েছে। চাল কেনার বস্তা, পুরোনো শাড়ি দিয়েও ব্যাগ বানানো যায়। মার্কেট কখনও খালি থাকে না। আমরা ধাপে ধাপে কাজটি করেছি। সুপারশপগুলো এখন আর বলে না যে, বিকল্প নেই। আমরা গতবছরই বিভিন্ন মার্কেটে গিয়ে বিকল্প সম্পর্কে অবগত করেছি। কাপড়ের ব্যাগ, চটের ব্যাগ বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। 


তিনি আরও বলেন, পলিথিনের ব্যবহার বন্ধ না হলে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বাড়বে। এখন মায়ের দুধে এবং শিশুদের মস্তিষ্কে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। সরকার সফল নাকি ব্যর্থ সেটি ভাবার আগে বিবেচনা করা উচিত যে, পলিথিনের ফলে আমার কতটুকু ক্ষতি হচ্ছে। এটা অভ্যস্ততার একটি ব্যাপার। আমরা যুব মন্ত্রণালয়ের মাধ্যমে কাপড় ও চটের ব্যাগ বাজারে আনার চেষ্টা করছি। এটা অসম্ভব কোনো কাজ নয়। 

সারা দেশে খাল উদ্ধারের প্রকল্পে অনেক জায়গায় বাঁধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এসবের মধ্যেই (বাঁধার) আমাদের কাজ করতে হবে। চকবাজারে আমাদের কর্মকর্তাদের অপমান করা হয়েছে। এখন পর্যন্ত বন অধিদপ্তরের ১৫ জন কর্মকর্তাকে শারীরিকভাবেও আঘাত করা হয়েছে। সরকারি জমি অনেকেই অন্যায়ভাবে দখল করে রেখেছে। তাকে সরতে বললে সে সরছে না, এটাই স্বাভাবিক। জনগণ এখন সুশাসন চায়। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদেও আলোচনা হয়েছে। আগামী বাজেটে এ সংক্রান্ত কার্যক্রমে একটি সুরক্ষা বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ