বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

২০২৩ সালে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

২০২৩ সালে বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় সারা দেশে ৪৫ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে প্রায় ৭ হাজার মানুষ। গ্রেপ্তার করা হয়েছে বিশ হাজারের বেশি। রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশের সময় এই তথ্য জানায় আইন ও সালিশ কেন্দ্র (আসক)। 


বছরজুড়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করে সংগঠনটি। তারা জানায়, ২০২৩ সালে ২৯০ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে দায়িত্ব পালনকালে হামলার শিকার হন ৭৮ জন সাংবাদিক। 

‘মানবাধিকার পরিস্থিতি ২০২৩: আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদনে আরও বলা হয়, এ বছর বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন ২০ জন। গত বছর এই সংখ্যা ছিল ১৯। এ বছর কারা হেফাজতে মারা গেছে ১০৫ জন, যা গত বছর ছিল ৬৫ জন। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গুমের শিকার হয়েছে ৯ জন। এর মধ্যে ৬ জনকে পরবর্তিতে গ্রেপ্তার দেখানো হয়। 


এছাড়া ধর্ষণের শিকার হয়েছে ৫৭৩ জন নারী। এর মধ্যে হত্যার স্বীকার হয়েছে ৩৩ জন এবং আত্মহত্যা করেছে পাঁচজন। ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ২১টি ঘটনা ঘটেছে। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ৩০ জন বাংলাদেশি নিহত হয়েছে, যা গত বছর ছিল ২৩ জন।

সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন প্রদান করেন আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর নির্বাহী পরিচালক ফারুখ ফয়সল।  প্রতিবেদনে ১ জানুয়ারি ২০২৩ থেকে ৩০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত মানবাধিকারের বিভিন্ন বিষয়ের ওপর পরিসংখ্যানগত চিত্র তুলে ধরে সেসব বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বিগত বছরের ন্যায় এ বছরও ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক নির্যাতন, সালিশ ও ফতোয়াসহ নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য সংরক্ষণ ইউনিটের পরিসংখ্যান অনুযায়ী এ বছর যৌন হয়রানি ও উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন কমপক্ষে ১৪২ জন নারী। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ১২২ জন পুরুষ। এ বছর উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন ১২ জন নারী। এ ছাড়া যৌন হয়রানির প্রতিবাদ ও উত্তক্ত্যের প্রতিবাদ করতে গিয়ে ৪ জন নারী ও ৪ জন পুরুষ খুন হয়েছেন।

এনএ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ