জামিআ ইসলামিয়া ঢাকা-এর শিক্ষাসচিব মুফতী সুহাইল আব্দুল কাইয়ুমের ছোট ছেলে, চার বছর বয়সী আহমাদ, আজ (বুধবার) বাদ আসর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা গেছে, আহমাদ গত ৮-১০ মাস যাবৎ ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করে শিশুটি। শিশু আহমাদের জানাজা আজ রাত ১১টায় কিশোরগঞ্জ জেলার দৌলতপুরের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
আহমাদের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, আল্লাহ তা'আলা শিশু আহমাদকে জান্নাতের সবুজ পাখিদের অন্তর্ভুক্ত করুন এবং তার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দিন।
আইএইচ/