জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব পদক-২০২৫ প্রদান করা হয়েছে। এবার মর্যাদাপূর্ণ এই পদকটি পেয়েছেন তিনজন লেখক। তারা হলেন কবি, তাত্ত্বিক ও গবেষক মুসা আল হাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী এবং নকীবের সম্পাদক জিয়াউল আশরাফ।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানী শিশু একাডেমি মিলনায়তনে নকীবের উদ্যোগে আয়োজিত সীরাত কার্নিভালে তাদের হাতে এই পদক তুলে দেওয়া হয়।
মাসিক নকীব গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে সাহিত্য পদক প্রদান করে আসছে। শিশু-কিশোর সাহিত্যে যাদের কাজ রয়েছে, শিশুদের নিয়ে কাজ করা সংগঠন এবং মৌলিক সাহিত্যে বিশেষ ভূমিকা রাখা ব্যক্তিদের এই পদকে ভূষিত করা হয়।
এর আগে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী, জহির উদ্দিন বাবর, এনায়েত রসুল ও আহমেদ রিয়াজ এই পদকে ভূষিত হয়েছেন। মরণোত্তর এই পদক পেয়েছেন মাওলানা মহিউদ্দীন খান ও নজরুল গবেষক মহিউদ্দিন আকবর।
এবার যে তিনজন লেখককে এই পদক দেওয়া হয়েছে তারা শিশু সাহিত্যের পাশাপাশি মৌলিক সাহিত্য রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রতি বছর এই পদক প্রদান করা হবে বলে জানিয়েছে নকীব কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে শিশু সাহিত্য প্রতিযোগিতা'২৫ বিজয়ীদের পুরস্কার, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট এবং নকীবের সাবেক সম্পাদকমণ্ডলীর সভাপতিগণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শিশু কিশোরদের জন্য মাসিক নকীবের দীর্ঘ দুই দশকের ধারাবাহিক পথচলা, এই পরিবারের উদ্যোগে নকীব পদক প্রদান, জাতীয় সীরাত শিশু সাহিত্য প্রতিযোগিতা, নকীব একাডেমির আত্মপ্রকাশ, নিয়মিত সাহিত্য আসর পরিচালনা এসব কার্যক্রম সাহিত্য চর্চার ক্ষেত্রে অনেক বড় মাইলফলক অর্জন বলে মন্তব্য করেছেন মাসিক নকীব এর উপদেষ্টা ও পীর সাহেব খুলনা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
মাসিক নকীবের সম্পাদকমণ্ডলীর সভাপতি ইউসুফ আহমাদ মানসুরের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক আব্দুল আজিজ নোমান, সহযোগী সম্পাদক সাঈদ আবরারের যৌথ সঞ্চালনায় সীরাত কার্নিভালে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
এছাড়া ৩১৩ কোম্পানির চেয়ারম্যান মুফতী হাবিবুর রহমান মিছবাহ (কুয়াকাটা), সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কলরবের প্রধান পরিচালক আলহাজ্ব রশিদ আহমদ ফেরদৌস, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা শরীফ মুহাম্মদ, নকীব সম্পাদকমণ্ডলীর সাবেক সভাপতি জোবায়ের আহমদ, অ্যাডভোকেট বরকত উল্লাহ লতিফ, মাওলানা নূরুল করীম আকরাম, শরিফুল ইসলাম রিয়াদ, মাওলানা নূরুল বশর আজিজী, জহির উদ্দিন বাবর, মাসউদুল কাদির, হুমায়ুন আইয়ুব, আহমেদ রিয়াজ, হাফেজ মাওলানা আব্দুল হামীদ খান ভাসানী, মুফতি মুহাম্মদ আমিমুল ইহসান, শাইখ নেছার আহমদ আন নাছিরী, অ্যাডভোকেট মনির হোসাইন, কবীর হুমায়ূন, নকীবের সাবেক প্রধান সম্পাদক মুনতাছির আহমাদ, প্রধান সম্পাদক শেখ মাহবুবুর রহমান নাহিয়ান প্রমূখ।
এনএইচ/